‘মমতা সরকার ৩০ শতাংশের জন্য’, তৃণমূল নেতার ‘৪ পাকিস্তান’ মন্তব্যে পালটা তোপ বিজেপির

তৃণমূল নেতার মুখে '৪ পাকিস্তান' (Pakistan) মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি। সমগ্র বিষয়টি নিয়ে এ বার নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চলেছে রাজ্য বিজেপি (BJP)।

'মমতা সরকার ৩০ শতাংশের জন্য', তৃণমূল নেতার '৪ পাকিস্তান' মন্তব্যে পালটা তোপ বিজেপির
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Mar 25, 2021 | 6:52 PM

কলকাতা: বঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) প্রচারে তৃণমূল নেতার মুখে ‘৪ পাকিস্তান’ (Pakistan) মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি। সমগ্র বিষয়টি নিয়ে এ বার নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চলেছে রাজ্য বিজেপি (BJP)। সাংবাদিক বৈঠক করে এ দিন এমনটাই জানিয়েছেন বিজেপি রাজ্য সহ-সভাপতি শমীক ভট্টাচার্য। এর পাশাপাশি রাজ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক হিংসা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

অন্যদিকে, কোচবিহারে এক সাংবাদিক বৈঠক করে বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় দাবি করেন, “তৃণমূলের সরকার আসলে ৩০ শতাংশ মানুষের সরকার। আর তৃণমূলের নেতা জনসমক্ষে বলছেন, আমরা একত্রে এসে ৪ টে পাকিস্তান বানাতে পারব। এর দ্বারাই বোঝা যাচ্ছে তৃণমূলের আসল চেহারাটা কী। বিষয়টি অত্যন্ত গুরুতর।”

বিজেপি নেতা শমীক ভট্টাচার্যকে বলতে শোনা যায়, “যারা ভারতকে চারটে পাকিস্তানে ভাঙতে চায় তাঁদের বিচ্ছিন্ন করুন। আবেদন সব দলের কাছে।” পাশাপাশি তিনি বলেন, “রাজ্যে রাজনৈতিক হিংসা বাড়ছে। নদিয়ার শান্তিপুরের দু’জন কর্মী খুন হল। দিনহাটায় আমাদের কর্মী খুন হল। তালিবানি কায়দায় খুন। আমরা কোন রাজ্যে বাস করছি?”

তিনি আরও বলেন, “যারা এত কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁরা এখন কী বলবেন? বোমাকে ফুটবল ভেবে খেলতে গিয়ে মারা গেল শিশু। ইলামবাজারে আমাদের কর্মী খুন হয়েছে। আরও অনেক এমন ঘটনা আছে।” বিজেপির তরফে নির্বাচন কমিশনকে হস্তক্ষেপ করতে বলা হয়েছে বলে জানান শমীক।

গোটা বিতর্কে সূত্রপাত হয় বৃহস্পতিবার সকালে। নিজের টুইটারে একটি ভিডিয়ো টুইট করেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। টুইটে দেখা যায়, বীরভূম জেলার নানুরের স্থানীয় তৃণমূল নেতা শেখ আলম রাস্তায় দাঁড়িয়ে বক্তব্য রাখছেন। সেখানে তিনি বলেন, “আমরা যারা সংখ্যালঘু তাঁরা ৩০ শতাংশ। আর বাকি ৭০ শতাংশকে নিয়ে তাঁরা (বিজেপি) গদিতে আসবেন! লজ্জা করা উচিত। আমরা যারা ভারতের সংখ্যালঘু আছি, তাঁদেরকে এক করে দিলে চারটে পাকিস্তান তৈরি হয়ে যাবে।”

 আরও পড়ুন: ভিডিয়ো: ভারতের মুসলিমরা এক হলে ৪ টে পাকিস্তান তৈরি হবে, তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক

এর পালটা দিয়ে অমিত মালব্য লেখেন, “গত ১০ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সীমাহীন তোষণের রাজনীতির কারণেই শেখ আলমের মতো তৃণমূল নেতারা চারটি পাকিস্তানের স্বপ্ন দেখার দুঃসাহস পান। মমতা সংখ্যাগুরু সম্প্রদায়ের সঙ্গে দ্বিতীয় স্তরের নাগরিকের মতো করে ব্যবহার করছেন। বাংলায় দুর্গার বিসর্জনের জন্যও আদালতের অনুমতি নিতে হচ্ছে।”

অমিত মালব্যের এই টুইট ভাইরাল হওয়ার পরই তৃণমূল এই মন্তব্য থেকে নিজেদের আলাদা করতে চেয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এটা ওঁর ব্যক্তিগত মতামত। দল এটার সমর্থন করে না।

 আরও পড়ুন: রিপোর্টারদের গ্রাউন্ড সার্ভে: কোন পেশার মানুষ ঝুঁকে কোন দিকে? দুর্নীতি কি ভোগাবে তৃণমূলকে?