গরু পাচার থেকে অনুপ্রবেশ, বলরামপুরে তৃণমূলকে তুলোধোনা যোগীর

বাংলায় অরাজকতা চলবে না বলে গলা চড়ান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

গরু পাচার থেকে অনুপ্রবেশ, বলরামপুরে তৃণমূলকে তুলোধোনা যোগীর
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Mar 16, 2021 | 1:23 PM

পুরুলিয়া: বাংলার মাটি পরিবর্তনের মাটি। এ মাটি রামকৃষ্ণ, রবীন্দ্রনাথের মাটি। ২ মে’র পর এখানকার রাজনৈতিক পটেও পরিবর্তন আসবে। পুরুলিয়ার বলরামপুরের সভা থেকে এমনই বার্তা দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। মঙ্গলবার নির্বাচনী প্রচারে রাজ্যে এসেছেন যোগী। ব্যাক টু ব্যাক জনসভা করবেন তিনি। যার প্রথমটাই ছিল বলরামপুরে।

এদিনের সভা থেকে জয় শ্রীরাম স্লোগান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে যোগী বলেন, “মমতাদিদি জয় শ্রীরাম স্লোগানে রেগে যান। সবাইকে ভগবানের শরণে যেতেই হবে। এটাই নিয়ম। উনিও ব্যতীক্রমী নন। সে কারণেই তো ভোটের সময় উনি মন্দিরে, মন্দিরে যাচ্ছেন। চণ্ডীপাঠ করছেন।” এরপরই যোগীর কটাক্ষ, যত যাই হোক, ২ মে’র পর তৃণমূল সরকারকে বিদায় নিতেই হবে।

গরু পাচার ও অনুপ্রবেশ নিয়েও এদিন তৃণমূলকে বেঁধেন যোগী। বাংলায় অরাজকতা চলবে না বলে গলা চড়ান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর তোপ, “এ রাজ্যে গরু পাচারের মতো ঘটনা ঘটে। গো হত্যা হয়। অথচ তা রুখতে মমতাজী কোনও পদক্ষেপই করেন না।” একইসঙ্গে বাংলায় রাজ্য সরকারের মদতেই অনুপ্রবেশ ঘটে বলেও এদিন দাবি করেন যোগী আদিত্যনাথ। তাঁর দাবি, “অনুপ্রবেশকারীরা অনায়াসে এ রাজ্যে বসবাস করার সুযোগ পায়। আর বাংলার গরীব মানুষের রেশনে ভাগ বসায়। সে কারণেই এ রাজ্যের মানুষ গরীবই থেকে যান।”

বলরামপুরে বিজেপি প্রার্থী করেছে বাণেশ্বর মাহাতোকে। তাঁর সমর্থমনে প্রচারে এসে এদিন যোগী বলেন, “বাণেশ্বরবাবুকে বিপুল ভোটে জেতান আপনারা। মানুষের পাশে সবসময় বিজেপি থাকবে। সমস্ত অরাজকতার বিরুদ্ধে লড়াই করবে। সব অপরাধী-অনুপ্রবেশকারীরা বাংলা ছাড়া হবে।”