বনবাসে ‘মা সীতা’র পিপাসা মিটলেও পুরুলিয়া আজও তৃষ্ণার্ত, মমতাকে তোপ মোদীর

'দিদি বলেন খেলা হবে, বিজেপি বলে বিকাশ হবে', এই ভাষাতেই পুরুলিয়ার (Purulia) সভায় বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী (PM Narendra Modi)

বনবাসে 'মা সীতা'র পিপাসা মিটলেও পুরুলিয়া আজও তৃষ্ণার্ত, মমতাকে তোপ মোদীর
পুরুলিয়ার জনসভায় মোদী
Follow Us:
| Edited By: | Updated on: Mar 18, 2021 | 1:54 PM

পুরুলিয়া: বাংলার ভোটের পারদ চড়ছে। দিন যত এগিয়ে আসছে প্রচারে বিরোধী শিবিরকে আক্রমণে ততই কড়া হচ্ছে সব পক্ষ। বৃহস্পতিবারও বাংলায় প্রচারে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। পুরুলিয়ায় গিয়েই একের পর এক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee ) বিঁধলেন মোদী। মমতার পা যাতে দ্রুত সেরে ওঠে সে জন্য প্রার্থনাও করলেন প্রধানমন্ত্রী। এরপরই তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানকে হাতিয়ার করে তৃণমূল সুপ্রিমোকেই বেঁধেন নমো। এদিন পুরুলিয়ার মানুষের সার্বিক উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি শোনা গিয়েছে তাঁর মুখে। জল সমস্যা থেকে শুরু করে আদিবাসী উন্নয়নকে হাতিয়ার করেই জঙ্গলমহলের মন জয় করতে চায়েছেন তিনি।

পুরুলিয়ার জলকষ্ট:

বক্তব্যের শুরুতেই পুরুলিয়া মানুষের জলকষ্টের কথা উল্লেখ করেন মোদী। তিনি বলেন, ‘এই মাটি ভগবান রাম ও মা সীতার বনবাসের সাক্ষী।’ রামায়ণের কাহিনী উল্লেখ করে তিনি বলেন, ‘বনবাসের সময় যখন মা সীতার পিপাসা পেয়েছিল, তখন শ্রী রাম মাটিতে তির মেরে জল বের করেছিলেন। আর আজ সেই পুরুলিয়ায় জলের সঙ্কট।’ তাঁর দাবি, আজ আদিবাসী ভাইবোনেরা জল পায় না, চাষের কাজের জন্য জল মেলে না, অনেক দূর হেঁটে যেতে হয়। তাঁর অভিযোগ, বছরের পর বছর ধরে একটা সেতুও তৈরি করতে পারল না তৃণমূল। ক্ষমতায় এলে জলের সমস্যা দূর করার আশ্বাস দিলেন তিনি।

পর্যটন ও হস্তশিল্প:

পুরুলিয়ায় পর্যটনের ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করেন মোদী। তিনি বলেন, ডবল ইঞ্জিন সরকার হলে ‘এখানকার হস্তশিল্প তুলে ধরা হবে।’ হস্তশিল্পীদের রোজগার নিশ্চিত করার কথাও বলেন তিনি।

রেল ও রাস্তা:

মোদী বলেন, সমগ্র পুরুলিয়াকে রেল পরিষেবায় যুক্ত করাই তাঁর লক্ষ্য। ২ মে ক্ষমতায় এলে ডানকুনি সেকশনে তৎপরতার সঙ্গে কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। রেল ছাড়াও রাস্তার উন্নয়নেও জোর দিতে শোনা যায় তাঁকে। তিনি জানান, এবার বাজেটে কয়েক হাজার কোটি টাকা রাস্তা তৈরিতে বরাদ্দ করা হয়েছে। এর ফলে পুরুলিয়ার মানুষ উপকৃত হবে বলে জানিয়েছেন তিনি।

আদিবাসী উন্নয়ন:

আদিবাসীদের উন্নয়নে জোর দেওয়ার কথাও বললেন মোদী। তিনি মনে করয়ে দেন, অটল সরকারের উদ্যোগে আদিবাসীদের জন্য আলাদা মন্ত্রক তৈরি করা হয়েছিল। এবারের বাজেটেও আদিবাসীদের উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন তিনি। আদিবাসীদের অবদানের কথা মনে করাতে মিউজিয়াম বানানো হয়েছে বলেও উল্লেখ করেন মোদী।

খেলা হবে:

খেলা হবে স্লোগান দিয়ে এদিন মমতাকে কটাক্ষ করেন তিনি। মোদীর কথায়, ‘দিদি বলেন খেলা হবে, বিজেপি বলে চাকরি, বিকাশ হবে, শিক্ষা হবে, মহিলাদের উত্থান হবে, যুব শক্তির বিকাশ হবে, সবার পাকা বাড়ি, প্রত্যেক ঘরে জল হবে, গ্রামে জনসুবিধা হবে, হাসপাতাল হবে, স্কুল হবে।’

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021: পুরুলিয়ায় মোদীর নিশানায় তৃণমূল, গড়বেতার জনসভায় মমতা

বাংলার মানুষের স্মৃতিশক্তি খুব বেশি:

মোদী বলেন, ‘১০ বছরের বিশ্বাসঘাতকতা মানুষ ভুলে যাবে না। বাংলার মানুষের স্মৃতি খুব জোরদার।’ পুলওয়ামায় হামলার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা। সেই প্রসঙ্গ টেনে খোঁচা দিয়ে তিনি বলেন, পুলওয়ামায় হামলার সময় আপনি কার সঙ্গে ছিলেন তা সবার মনে আছে।

সব শেষে প্রধানমন্ত্রী বলেন, ‘চুরির খেলা শেষ হবে।’ পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানিয়ে তিনি বলে, সংবিধানকে সবার ওপরে রেখে কাজ করুন।