কলকাতা: বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) প্রচারে বাংলায় ঝড় তুলবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। ব্যাক টু ব্যাক সভা করবেন তাঁরা। বিজেপি সূত্রে খবর, একুশের ভোটকে সামনে রেখে বাংলায় ২০টি জনসভা করতে চলেছেন নরেন্দ্র মোদী। অমিত শাহের ক্ষেত্রে সংখ্যাটা অন্তত ৫০। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও প্রায় ৫০টি সভা কররেন।
চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে এ বার বিধানসভা ভোট। পশ্চিমবাংলার পাশাপাশি ভোট হবে কেরল, অসম, তামিলনাডু ও পদুচেরিতে। কিন্তু এই পাঁচ বিধানসভার মধ্যে বিজেপির পাখির চোখ নিঃসন্দেহে বাংলা। আনলক পর্ব শুরু হতেই রাজ্যে যাতায়াত বেড়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। সংগঠন জেলাগুলির বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রের পাঁচ নেতাকে।
একাধিকবার ঘুরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বাংলার মাটি কামড়ে চলছে বিজেপির প্রচার। কখনও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কখনও বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি, কখনও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসেছেন প্রচারে।
ভোট একেবারে দোরগোড়ায়। তাই এ বার পুরোদমে ঝাঁপাচ্ছে বিজেপি। দিল্লি বিজেপি সূত্রে খবর, নরেন্দ্র মোদীর জন্য় ২৫টার মতো সভা ভাবা হয়েছিল। এরমধ্যে ২০ সভা করতে পারেন তিনি। অমিত শাহের জন্য ভাবা হয়েছিল একাধিক সভা। সম্ভবত ৫০টি সভা করবেন তিনি। ২০১৬ সালের বিধানসভা ভোটের আগে এ রাজ্যে ১১টি সভা করেছিলেন মোদী। শাহ করেন প্রায় ৯টি সভা। এ বার দু’জনেরই সভার সংখ্যা বেড়েছে। লক্ষ্য একটাই— ‘সোনার বাংলা’, রাজ্যে বিজেপি সরকারের প্রতিষ্ঠা। সেই লক্ষ্যকে পাখির চোখ করতেই ঝাঁপাচ্ছে বিজেপি।