ফের রাজ্যে নরেন্দ্র মোদী, ১ এপ্রিল থেকেই শুরু করতে পারেন তৃতীয় দফার প্রচার

Mar 25, 2021 | 6:49 PM

বুধবারই ভোটের (Assembly Election) প্রথম ও দ্বিতীয় দফার শেষ প্রচারে বাংলায় ছিলেন নরেন্দ্র মোদী। কাঁথিতে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করেন তিনি।

ফের রাজ্যে নরেন্দ্র মোদী, ১ এপ্রিল থেকেই শুরু করতে পারেন তৃতীয় দফার প্রচার
পূর্ব মেদিনীপুরে ভোট প্রচারে নরেন্দ্র মোদী। বুধবার কাঁথিতে। ছবি: পিটিআই

Follow Us

কলকাতা: দ্বিতীয় দফার ভোটের (West Bengal Assembly Poll) দিনই ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, আগামী ১ এপ্রিল উলুবেড়িয়া, মথুরাপুর বা ডায়মন্ড হারবারে সভা করার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। একদিনে দু’টি সভা করতে পারেন বিজেপির এই প্রধান মুখ।

বৃহস্পতিবারই প্রথম দফার ভোট প্রচার শেষ হয়েছে। এদিনের প্রচারে রাজ্যে ছিলেন মোদীর একাধিক সেনাপতি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যেমন ছিলেন, তেমনই বিজেপিতে যোগ দেওয়া ইস্তক এদিনই প্রথমবার দলীয় প্রচারে নামেন বাঙালির মহাগুরু মিঠুন চক্রবর্তী। জেলায় জেলায় ঝোড়ো প্রচার চালায় গেরুয়া শিবির।

আরও পড়ুন: রিপোর্টারদের গ্রাউন্ড সার্ভে: কোন পেশার মানুষ ঝুঁকে কোন দিকে? দুর্নীতি কি ভোগাবে তৃণমূলকে?

অন্যদিকে বুধবারই ভোটের প্রথম ও দ্বিতীয় দফার শেষ প্রচারে বাংলায় ছিলেন নরেন্দ্র মোদী। কাঁথিতে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করেন তিনি। এবার তৃতীয় দফার প্রচারের প্রস্তুতি শুরু। সূত্রের খবর, এপ্রিলের প্রথম দিনই বঙ্গ ভোটের তৃতীয় দফার প্রচার শুরু করবেন মোদী। হাওড়ার উলুবেড়িয়ায় সভা করার কথা তাঁর। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর কিংবা ডায়মন্ড হারবারেও সভা করতে পারেন তিনি। যদিও এই দুই জায়গার মধ্যে কোথায় সভা করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। উল্লেখ্য আগামী ৬ এপ্রিল ৩১টি আসনে ভোটগ্রহণ। এরমধ্যে দক্ষিণ ২৪ পরগনার ১৬টি আসনে ভোট হবে। পাশাপাশি হাওড়ার সাতটি আসনে ভোটগ্রহণ। সঙ্গে হুগলির আট আসনেও এদিনই ভোট।

Next Article