ভাঙড়: তৃণমূলের প্রার্থিতালিকা (TMC Candidate List) ঘোষণা হওয়ার পর ভেঙে পড়েছিলেন ভাঙড়ের দাপুটে নেতা আরাবুল। তাঁকে প্রার্থী করা হয়নি বলে সংবাদমাধ্যমের সামনে কার্যত চোখের জল ফেলেছিলেন তিনি। এবার তাঁরই বাড়িতে এসে রুদ্ধদ্বার বৈঠক সারলেন তৃণমূলের (TMC) এবারের প্রার্থী রেজাউল করিম।
প্রার্থিতালিকা ঘোষণা হওয়ার পর বুধবারই প্রথম ভাঙড়ে নির্বাচনি এলাকায় আসেন রেজাউল করিম। সেখানে গিয়ে প্রথমেই আরাবুল ইসলামের বাড়িতে যান তিনি। আরাবুলের বাড়িতে বেশ কিছুক্ষণ ধরে হয় বৈঠক। তাঁর বাড়ি থেকে বেরিয়ে রেজাউল বলেন, এলাকার সব থেকে গুরুত্বপূর্ণ নেতা আরাবুল ইসলাম। তাই যে কোনও রাজনৈতিক কর্মসূচী শুরু করা আগে তাঁর সঙ্গে দেখা করা প্রয়োজন।
তবে তালিকা প্রকাশের পর যেভাবে ক্ষোভ উগরে দিয়েছিলেন আরাবুল, বুধবার তার থেকে অনেক বেশি সংযত দেখাল তাঁকে। এ দিন তিনি বলেন, ক্ষোভ থাকতেই পারে। কিন্তু দলই আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। যাই হোক না কেন, দল ছাড়বেন না তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বলেন তিনি। এ দিন খবর পেয়ে আরাবুলের বাড়িতে ভিড় জমান কয়েক হাজার তার অনুগামী। রুদ্ধদ্বার বৈঠক চলে আরাবুলের বাড়িতে। উপস্থিত ছিলেন আরাবুল ইসলাম রেজাউল করিমসহ বিধানসভার একাধিক নেতৃত্ব।
তালিকা প্রকাশের পর সোশ্যাল মিডিয়াতেও ক্ষোভ উগরে দেন আরাবুল। সাম্প্রতিক অতীতে বারবার ভাঙড়কে উত্তপ্ত হতে দেখা গিয়েছে। জমিরক্ষা আন্দোলন থেকে গ্রিড আন্দোলন বারবার বিতর্কে জড়িয়েছেন আরাবুল। তবে ২০০৬ সালে যখন রাজ্যজুড়ে বামেদের আধিপত্য জারি রয়েছে, তখনও ভাঙড়ে তৃণমূলের পতাকা উড়িয়েছিলেন আরাবুল। তারপরে অবশ্য একাধিক বিতর্কে জড়িয়ে বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি।