কলকাতা: ভোটের আগে ফের চমক। তৃণমূলে যোগ দিলেন টলিউডের (Tollywood) তিন তরুণ মুখ। জল্পনা ছিল অনেক দিন ধরেই। এবার শাসক দলে যোগ দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha), অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। এছাড়া আর এক প্রযোজক অঙ্কিত দাসও এ দিন যোগ দিলেন তৃণমূলে। তৃণমূল ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে এ দিন তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তাঁরা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে চেয়েই তাঁরা তৃণমূলে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ভোটের আগে শাসক দলে যোগ দিয়েছেন অভিনয় জগতের অনেকেই। বিধানসভায় অনেক গুরুত্বপূর্ণ আসনে টিকিটও দেওয়া হয়েছে তাঁদের। যদিও টিকিট নিয়ে চিন্তিত নন বলে জানিয়েছেন ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের অভিনেতা নীল।
তৃণমূলে যোগ দিয়ে ‘খড়কুটো’ খ্যাত অভিনেত্রী তৃণা বলেন, ‘দিদির পাশে থাকার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ’। তিনি বলেন, ‘কোভিড বা আমফানের মতো পরিস্থিতিতে দিদি যেভাবে সবার পাশে থেকে কাজ করেছেন, তা কারও একার পক্ষে করা সম্ভব নয়।’ কন্যাশ্রীর মতো প্রকল্পের প্রশংসাও করেন তিনি। সবাইকে পাশে থাকার আর্জিও জানান। আর তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টাকে ‘স্বপ্নের মুহূর্ত’ বলে উল্লেখ করেন নীল। তিনি বলেন, ‘এটা আমার কাছে একটা ফ্যানবয় মোমেন্ট। যাঁকে দেখে বড় হয়েছি, অনুপ্রেরণা পেয়েছি তাঁর পাশে থেকে কাজ করার সুযোগ পাব।’ তবে টিকিট পাওয়ার জন্য দলে আসেননি, তা স্পষ্ট করে দিলেন নীল। ২৯৪টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে আগেই। এরপরও এভাবে দলে যোগ দিয়ে নীল জানান, দল যাঁকে মনে করবে তাঁকে প্রার্থী করবেন, শুধু দলে যোগ দেওয়াটাই সম্মানের বলে মনে করছেন তিনি।
টলিপাড়ার এই জনপ্রিয় জুটিকে নিয়ে জল্পনা অবশ্য ছিল অনেক দিন ধরেই। তাঁদের বিয়েতে আমন্ত্রিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও শাসক দলের অনেক সদস্যের সঙ্গে তাঁদের ঘনিষ্ঠ সম্পর্কের কথাও শোনা যায়। ২ সপ্তাহ আগেই সেই জল্পনাক খবর জানিয়েছি, TV9বাংলা। অবশেষে সেই জল্পনাই সত্যি হল।
প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগে টলিউডের অনেক অভিনেতা, অভিনেত্রী ও পরিচালক যোগ দিয়েছেন তৃণমূল-বিজেপি দুই শিবিরেই। ছোট ও বড় পর্দার একগুচ্ছ জনপ্রিয় মুখ যোগ দেন দুই শিবিরে। তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন কৌশানি মুখোপাধ্যায়, সায়নী, লাভলি মৈত্র, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তীর মতো ব্যক্তিত্বরা। অন্য দিকে, বিজেপি থেকে লড়বেন শ্রাবন্তী, পায়েল সরকার, হিরণের মতো অভিনেতা-অভিনেত্রীরা। এমনকি ভবানীপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অভিনেতা রুদ্রনীলকে। তাই এবার শুধু পোড় খাওয়া রাজনীতিক নয়, টলি তারকাদের লড়াইতেও চোখ থাকবে সবার।