সাইকেলে ফেরার পথে বোমার আঘাতে গুরুতর জখম তৃণমূল কর্মী, কাঠগড়ায় বিজেপি!

বিজেপি (BJP) নেতা তপন চন্দ্র বলেন, ''তৃণমূলের গোষ্ঠী কোন্দল গোটা জেলা জুড়ে। প্রার্থী নিয়ে সমস্যা, তাই  নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করছে। নিজেদের দলের কর্মীকে নিজেরাই খুন করছে। তৃণমূলের আজ পায়ের তলায় মাটি সরে গিয়েছে। তাই এ সব ঘটনা ঘটাচ্ছে। বিজেপি কোনও হিংসার রাজনীতি করে না।''

সাইকেলে ফেরার পথে বোমার আঘাতে গুরুতর জখম তৃণমূল কর্মী, কাঠগড়ায় বিজেপি!
আক্রান্ত তৃ্ণমূল কর্মী, নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 20, 2021 | 1:12 PM

মুর্শিদাবাদ: ষষ্ঠ দফা নির্বাচনের আগেও অব্যাহত ভোট সন্ত্রাস। সোমবার রাতে দলীয় প্রচার সেরে সাইকেলে বাড়ি ফিরছিলেন এক  তৃণমূল (TMC) কর্মী। আচমকা বোমার আঘাতে গুরুতর জখম হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনায় রীতিমতো আতঙ্কিত বরঞা-র খোরজুনা গ্রামের বাসিন্দারা।

তৃণমূলের (TMC) ব্লক সভাপতি গোলাম মোর্শেদের অভিযোগ, শেখ দলুর নামে আক্রান্ত ওই তৃণমূল কর্মী প্রচারের পর কুলি পার্টি অফিস থেকে ফেরার পথে তাঁর উপর বোমাঘাত করে কয়েকজন বিজেপি আশ্রিত দুষ্কৃতী। বোমার আওয়াজ শুনে ছুটে বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা। ঘটনাস্থল থেকেই জখম তৃণমূল কর্মীকে উদ্ধার করে  হাসপাতালে ভর্তি করেন তাঁরা। বিজেপির (BJP) বিরুদ্ধে বরঞা থানায় লিখিত অভিযোগও দায়ের করেছে তৃণমূল।

যদিও এই হামলার কথা অস্বীকার করেছে বিজেপি (BJP)। গেরুয়া শিবিরের পাল্টা অভিযোগ, শেখ দলুর তৃণমূল আশ্রিত দুষ্কৃতী দলেরই সদস্য। অভিযোগ, সোমবার রাতে মাঠে বসে বোমা বাঁধছিলেন শেখ দলুর ও অন্যান্যরা। সেইসময়েই হঠাৎ বিস্ফোরণের জেরে আহত হন ওই তৃণমূল কর্মী। কিন্তু নিজেদের পিঠ বাঁচাতে তৃণমূল এখন সেই দোষ বিজেপির ঘাড়ে চাপাচ্ছে।

বিজেপি (BJP) নেতা তপন চন্দ্র বলেন, ”তৃণমূলের গোষ্ঠী কোন্দল গোটা জেলা জুড়ে। প্রার্থী নিয়ে সমস্যা, তাই  নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করছে। নিজেদের দলের কর্মীকে নিজেরাই খুন করছে। তৃণমূলের আজ পায়ের তলায় মাটি সরে গিয়েছে। তাই এ সব ঘটনা ঘটাচ্ছে। বিজেপি কোনও হিংসার রাজনীতি করে না।”

বরঞা থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বাইরে থেকে কোনও বোমা ছোড়া হয়নি। আক্রান্ত ব্যক্তি নিজের সঙ্গেই বোমা নিয়ে যাচ্ছিলেন। তার জেরেই আচমকা বিস্ফোরণ ঘটেছে। তবে সবটাই তদন্তসাপেক্ষ।

আরও পড়ুন: ভোট আবহেই দলবিরোধী কাজের জন্য এক ডজন নেতাকে শো-কজ করল তৃণমূল