Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টিকিট একাধিক সাংসদকে, শোভনের বদলে রত্নার বিরুদ্ধে পায়েল! আর এক দফার প্রার্থী তালিকা বিজেপির

একুশের নির্বাচনের আগে (West Bengal Assembly Election 2021) তৃতীয় ও চতুর্থ পর্যায়ের বিজেপির প্রার্থী তালিকায় (BJP Candidate List) সংসদভবন থেকে নামানো হল একাধিক সাংসদকে।

টিকিট একাধিক সাংসদকে, শোভনের বদলে রত্নার বিরুদ্ধে পায়েল! আর এক দফার প্রার্থী তালিকা বিজেপির
কলকাতা: চমক প্রত্যাশিত ছিলই। তবে প্রার্থী তালিকায় চমক রাখতে গিয়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে ভরসা করতে হল একাধিক সাংসদের ওপরেই। একুশের নির্বাচনের আগে (West Bengal Assembly Election 2021) তৃতীয় ও চতুর্থ পর্যায়ের বিজেপির প্রার্থী তালিকায় (BJP Candidate List) সংসদভবন থেকে নামানো হল একাধিক সাংসদকে। টলিপাড়া থেকে সম্প্রতি অনেক তারকা বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন অনেকেই। এক নজরে বিজেপির তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 14, 2021 | 7:42 PM

কলকাতা: চমক প্রত্যাশিত ছিলই। তবে প্রার্থী তালিকায় চমক রাখতে গিয়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে ভরসা করতে হল একাধিক সাংসদের ওপরেই। একুশের নির্বাচনের আগে (West Bengal Assembly Election 2021) তৃতীয় ও চতুর্থ পর্যায়ের বিজেপির প্রার্থী তালিকায় (BJP Candidate List) সংসদভবন থেকে নামানো হল একাধিক সাংসদকে। বিশ্লেষকরা বলছেন, যাঁরা কার্যত বাংলায় বিজেপি মুখ। এর মধ্যে রয়েছেন বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, এবং নিশীথ প্রামাণিক।

বাংলার বিধানসভা নির্বাচনে সাংসদের টিকিট বিজেপির এই পর্যায়ের প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে, বাবুল সুপ্রিয় প্রার্থী হচ্ছেন টালিগঞ্জে। চুঁচুড়ায় প্রার্থী হচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। নিশীথ প্রামাণিক প্রার্থী হয়েছেন দিনহাটায়। স্বপন দাশগুপ্তকে তারকেশ্বরের প্রার্থী করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এঁরা প্রত্যেকেই আসলে বাংলায় বিজেপির মুখ। একুশের হাইভোল্টেজ নির্বাচনে জোরদার টক্করে তাঁদের প্রত্যেককেই কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির। পাশাপাশি বাংলার মানুষের মন জয় করতে ব্যক্তি বিশেষে এই সাংসদদের ক্যারিশ্মাকেও কাজে লাগাতে চাইছে মোদী-শাহ জুটি। তাই ভেবেই প্রার্থী নির্বাচন। উল্লেখ্য, টালিগঞ্জ থেকে তৃণমূলের প্রার্থী অরূপ বিশ্বাস। অরূপের বিরুদ্ধে বাবুলের ওপরেই ভরসা রেখেছে গেরুয়া শিবির।

অন্যদিকে টিকিট পেয়ে উচ্ছ্বসিত লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, “আমাকে প্রার্থী হিসেবে সুযোগ করে দিয়েছে দল, তার জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ। হুগলি থেকে প্রত্যেকটা সিট জিতব। মোদীজিকে উপহার দেব।”

প্রার্থী তালিকায় এক ঝাঁক তারকা

টলিপাড়া থেকে সম্প্রতি অনেক তারকা বিজেপিতে যোগ দিয়েছেন। কেউবা জার্সি বদলও করেছেন। তাঁদের মধ্যে প্রার্থিতালিকায় জায়গা পেয়েছেন অনেকেই। অভিনেতা যশ দাশগুপ্তকে চণ্ডীতলায় দাঁড় করিয়েছে বিজেপি। সোনারপুর দক্ষিণে প্রার্থী হচ্ছেন অঞ্জনা বসু। উল্লেখ্য. বেহালা পূর্বে অর্থাৎ শোভনের এলাকায় প্রার্থী হয়েছেন পায়েল সরকার। ওই এলাকাতেই তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন শোভন পত্নী রত্না চট্টোপাধ্যায়। অন্যদিকে, কসবায় প্রার্থী ইন্দ্রনীল খাঁ, শ্যামপুরে তনুশ্রী চক্রবর্তী ।

তৃণমূল ত্যাগীরা লড়বেন নিজ এলাকাতেই তৃণমূল-ত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং প্রবীর ঘোষালও প্রত্যাশা মতো বিজেপির প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন। ডোমজুড় কেন্দ্র থেকেই লড়েছেন রাজীব। রবীন্দ্রনাথকেও সিঙ্গুর থেকেই দাঁড় কারনো হয়েছে। প্রবীর উত্তরপাড়া থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপি-র হয়ে। এত দিনে তাঁরা প্রত্যেকেই এই এলাকা থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উল্লেখ্য, শুভেন্দু অধিকারী যে নন্দীগ্রাম থেকেই লড়ছেন, তা স্পষ্ট।

বিজেপি রবিবার তৃতীয় ও চতুর্থ পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করেন। এক নজরে দেখে নিন কে কোথা থেকে লড়ছেন… সোনারপুর দক্ষিণ- অঞ্জনা বসু ভাঙড়- সৌমি হাতি কসবা- ইন্দ্রনীল খান যাদবপুর- রিঙ্কু নস্কর টালিগঞ্জ-বাবুল সুপ্রিয় বেহালা পূর্ব- পায়েল সরকার মাহেশতলা- উমেশ দাস বজবজ-তরুণ আদক

মেটিয়াবুরুজ- রামজি প্রসাদ হাওড়া উত্তর- উমেশ রায় হাওড়া মধ্য- সঞ্জয় সিং হাওড়া দক্ষিণ-রন্তিদেব সেনগুপ্ত সংক্রাইল-প্রভাকর পণ্ডিত পাঁচলা- মোহিত ঘাঁটি উলুবেড়িয়া পূর্ব- প্রত্য়ুষ মণ্ডল ডোমজুড়- রাজীব ব্যানার্জি উত্তরপাড়া- প্রবীর ঘোষাল শ্রীরামপুর- কবীর শংকর ঘোষ চাঁপদানি- দিলীপ সিং সিঙ্গুর- রবীন্দ্রনাথ ভট্টাচার্য চন্দননগর- দীপাঞ্জন গুহ চুঁচুড়া- লকেট চ্যাটার্জি বলাগড়- সুভাষ চন্দ্র হালদার পাণ্ডুয়া- পার্থ শর্মা চণ্ডীতলা- যশ দাশগুপ্ত

মগরাহাট পূর্ব- চন্দন নস্কর মগরাহাট পশ্চিম- মানস শর্মা ডায়মন্ডহারবার- দীপক হালদার সাতগাছিয়া- চন্দন পাল দাস বিষ্ণুপুর- অগ্নিশ্বর নস্কর উলুবেড়িয়া উত্তর- শ্রী চিরণ বেরা শ্য়ামপুর- তনুশ্রী চক্রবর্তী বাগনান- অনুপম মল্লিক আমতা- দেবতনু ভট্টাচার্য উদয়নারায়ণপুর- সুমিত রঞ্জন কড়ার জঙ্গিপাড়া- দেবজিৎ সরকার হরিপাল- সমীরণ মিত্র ধনেখালি- তুষার মজুমদার তারকেশ্বর – স্বপন দাশগুপ্ত পুরশুড়া- বিমান ঘোষ আরামবাগ- মধুসূদন বাগ গোঘাট – বিশ্বনাথ কোরক খানাকুল- সুশান্ত ঘোষ

মেখলিগঞ্জ- শ্রী দধিরাম রায় মাথাভাঙা- সুশীল বর্মণ কোচবিহার উত্তর- শ্রী সুকুমার রায় শীতলকুচি- বরেন চন্দ্র বর্মণ সিতাই- দীপক কুমার রায় দিনহাটা- নিশীথ প্রামাণিক তুফানগঞ্জ- মালতী রাভা রায় কুমারগ্রাম- শ্রী মনোজ ওঁরাও কালচিনি- বিশাল লামা আলিপুরদুয়ার- অশোক লাহিড়ি মাদারিহাট- মনোজ টিগ্গা

বাসন্তী- শ্রী রমেশ মাজি কুলতলি- মিন্টু হালদার কুলপি- প্রণব মল্লিক রায়দিঘি – শান্তনু বাপুলি মন্দিরবাজার- দিলীপ জটুয়া জয়নগর- রবীন সর্দার ক্যানিং পশ্চিম- অর্ণব রায় ক্য়ানিং পূর্ব- কালীপদ নস্কর বারুইপুর পশ্চিম- দেবোপম চট্টোপাধ্যায়