AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভোট আবহে দিনহাটায় বিজেপি নেতার রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

ভোট বঙ্গে (West Bengal Assembly Election 2021) ঘটনাকে ঘিরে চাঞ্চল্য কোচবিহারের (Cooch Behar) দিনহাটায় (Dinhata)।

ভোট আবহে দিনহাটায় বিজেপি নেতার রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ
মৃত বিজেপি কর্মী অমিত সরকার
| Updated on: Mar 24, 2021 | 10:19 AM
Share

কোচবিহার: বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার। ভোট বঙ্গে (West Bengal Assembly Election 2021) ঘটনাকে ঘিরে চাঞ্চল্য কোচবিহারের (Cooch Behar) দিনহাটায় (Dinhata)। মৃতের নাম অমিত সরকার।

জাানা গিয়েছে, অমিত দিনহাটার বিজেপির শহর মণ্ডলের সভাপতি। পরিবারের দাবি, মঙ্গলবার রাতে কেউ তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে বাড়ি ফিরে আসেন। পরে আবার বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। পরিবারের তরফে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করা হয়। বুধবার সকালে দিনহাটা পশু হাসপাতালের বারান্দায় তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

আরও পড়ুন: মোদীর সভার আগেই উত্তপ্ত কাঁথি, বিজেপি কর্মীদের ওপর ‘হামলা’

পরিবারের তরফে খুনের অভিযোগ করা হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন পুলিশ কর্তারা। বিজেপির নেতারা জানাচ্ছেন এটা পরিকল্পিত খুন । চক্রান্তের হাত রয়েছে বলে অভিযোগ দিনহাটার বিধায়ক উদয়ন গুহর। তিনি বলেন, “সিআইডি তদন্ত হওয়া উচিত। সিআইডি তদন্ত করে দেখুক, কারা এর সঙ্গে যুক্ত রয়েছে।”