AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রসিকপুর বিস্ফোরণে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের, আজ ঘটনাস্থলে ফরেন্সিক টিম

আতঙ্কের রেশ কাটিয়ে উঠতে পারেনি রসিকপুর (Rasikpur Bomb Blast)। বর্ধমানের (Purbo Bardhaman) অখ্যাত এই গ্রাম এখন গোটা বাংলার নজরে। ভোটের (West Bengal Assembly Election 2021) ঠিক সপ্তাহ আগেই বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে বছর সাতেকের এক শিশুর।

রসিকপুর বিস্ফোরণে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের, আজ ঘটনাস্থলে ফরেন্সিক টিম
ঘটনাস্থলের ছবি
| Updated on: Mar 23, 2021 | 10:32 AM
Share

বর্ধমান: এখনও আতঙ্কের রেশ কাটিয়ে উঠতে পারেনি রসিকপুর (Rasikpur Bomb Blast)। বর্ধমানের (Purbo Bardhaman) অখ্যাত এই গ্রাম এখন গোটা বাংলার নজরে। ভোটের (West Bengal Assembly Election 2021) ঠিক সপ্তাহ আগেই বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে বছর সাতেকের এক শিশুর। তার অপর সঙ্গী বছর পাঁচেকের শিশুটি এখনও গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি। পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। নুমনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে যাবে ফরেনসিক টিম।

সোমবার বিকালেই নির্বাচন কমিশনের কাছে ঘটনার রিপোর্ট জমা করেছেন জেলাশাসক। তাতে উল্লেখ রয়েছে, রাস্তার ধারে হাঁড়ির ভিতর রাখা ছিল বোমা। দুই শিশু বল ভেবে সেটাকে নিয়ে খেলতে গিয়েছিল। তাতেই বোমা দুটি ফেটে যায়। রিপোর্টে এও উল্লেখ রয়েছে, হাঁড়ির হদিশ এখনও পাওয়া যায়নি। কারা বোমাগুলি রেখেছিল, কীভাবে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, সোমবার সকালে বর্ধমানের রসিকাপুরে বোমা ফেটে মৃত্যু হয় শেখ আফরোজ নামে এক শিশুর। গুরুতর জখম আরও এক শিশু। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বেলা ১১ টা ১৫ মিনিট নাগাদ বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কেঁপে ওঠে রসিকপুরের সুভাষপল্লি রোড। রাস্তার পাশে দুই শিশু কাতরাচ্ছিল। স্থানীয়রাই তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। সেখানেই মৃত্যু হয় আফরোজের। শেখ ইব্রাহিম বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সোমবার রাতেই মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করতে যান বর্ধমান দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী খোকন দাস। সেখান থেকেই তাঁর অভিযোগ, “বিরোধীরা শহরের বিভিন্ন জায়গায় লোকজন আমদানি করছে। বিজেপি রাজনৈতিক ভাবে লড়াইয়ের জমি না পেয়ে চক্রান্ত করেছে।” তাঁর আরও অভিযোগ, বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসে বোমা রেখেছে বিজেপি।”

আরও পড়ুন: খেলার মাঝে ধূলোর ঝড়, রাস্তায় চাপ চাপ রক্ত! চোখের সামনে ক্ষত বিক্ষত দুই শিশু

অন্যদিকে, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু হওয়ার ছিল। বোমা বন্দুকের রাজনীতি বেড়েছে। আইন শৃঙ্খলা ভেঙে গিয়েছে। মাননীয়া বলেছেন ভয়ঙ্কর খেলা হবে। দায় নিতে হবে মাননীয়াকে। তিনি পুলিশমন্ত্রী ছিলেন ১০ বছর।” তবে ঘটনার পর থেকে থমথমে রসিকাপুর। দুধের শিশুর মর্মান্তিক পরিণতিতে বাকরুদ্ধ গোটা গ্রাম।