রাজনীতির ময়দানে লড়ুক বিজেপি, বুক ঠুকে অর্জুনকে চ্যালেঞ্জ রহিমার
মনোনয়নপত্র জমা দিতে গিয়েও ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নিয়ে জেলাশাসকের দফতরে ভেতরে প্রবেশ করেছেন, এই অভিযোগে রহিমা মণ্ডল (Rahima Mondal)-এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh)
উত্তর ২৪ পরগনা: মনোনয়নপত্র (Nomination) জমা দিতে গিয়েও ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নিয়ে জেলাশাসকের দফতরে ভেতরে প্রবেশ করেছেন। এই অভিযোগে দেগঙ্গার তৃণমূল প্রার্থী রহিমা মণ্ডল (Rahima Mondal) -এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে (Election Commission) নালিশ জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh)। বিজেপির এই অভিযোগ নস্যাৎ করে বুক ঠুকে তাঁদের চ্যালেঞ্জ করলেন দেগঙ্গার বিদায়ী বিধায়ক তথা একুশের ভোটে তৃণমূল প্রার্থী রহিমা মণ্ডল। তাঁর কটাক্ষ, কোনও ইস্যু নেই, তাই অবান্তর সব অভিযোগ তুলছে বিজেপি (BJP)।
ভোটে জেতার প্রশ্নে বিরোধীদের গুরুত্ব না দিলেও বিজেপি তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তোলায় বেজায় চটেছেন দেগঙ্গার তৃণমূল প্রার্থী। উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের দফতরে শুক্রবার মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন রহিমা মন্ডল। বিতর্ক দানা বেঁধেছে বিজেপি তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ নির্বাচন কমিশনে জমা দিতে চাওয়ায়। নির্বাচনে জয়ের ব্যাপেরে আত্মবিশ্বাসী রহিমা অর্জুন সিংয়ের অভিযোগ শুনেই কার্যত ঝাঁঝিয়ে ওঠেন।
সংযুক্ত মোর্চার জোটে জট পাকানোয় তৃণমূলের বাড়তি সুবিধে হবে। তাই পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেয়ে আবার নির্বাচনে জয়লাভ করবেন বলে জানিয়ে দেন রহিমা। তাঁর মতে, বাম-কংগ্রেস-আইএসএফ জোটে ফাটল ধরায় চতুর্মুখী লড়াইয়ে বিরোধীরা প্রতিদ্বন্দিতায় ধারেকাছে আসতে পারবেন না বলে নিশ্চিত দেগঙ্গা তৃণমূলের প্রার্থী। আর বিজেপিকে বুক ঠুকে তাঁর চ্যালেঞ্জ, ইস্যু নেই বিজেপির কাছে। তাই ওরা অবান্তর ইস্যু নিয়ে প্রশ্ন তুলছে। পাশাপাশি তাঁর চ্যালেঞ্জ, “ক্ষমতা থাকে তো রাজনীতির ময়দানে লড়ুক বিজেপি।”
প্রসঙ্গত, গত বারের তৃণমূল বিধায়ক রহিমাকে ফের নির্বাচনের টিকিট দেওয়ায় তাঁর দলের একাংশই বিক্ষোভ শুরু করেছিল। রহিমার বিরুদ্ধে বিভিন্ন পোস্টার পড়েছিল। কোনওটিতে লেখা ছিল, ‘বহিরাগত প্রার্থী মানি না, তোলাবাজ প্রার্থী দূর হটো। আমরা ঘরের ছেলেকে দেগঙ্গার প্রার্থী হিসেবে চাই’। এই ঘরের ছেলে বলতে দেগঙ্গায় তৃণমূলের একাংশের ‘ভোট’ পড়েছে স্থানীয় নেতা আনিসুর রহমানের দিকে। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
আরও পড়ুন: বিস্ফোরণে উড়ল তৃণমূলের পার্টি অফিস, আহত ৪
তার পর অবশ্য জনসংযোগ বাড়াতে দারুণ সচেষ্ট হতে দেখা গিয়েছে রহিমাকে। নির্বাচনী প্রচারে গিয়ে তাঁকে ভোটারের বাড়িতে রান্না করতেও দেখা গিয়েছে। তবে শুক্রবার দেহরক্ষী নিয়ে রহিমা মনোনয়নপত্র জমা দিয়েছেন, এই অভিযোগ তুলে বিজেপি নির্বাচনে কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে।