‘বিজেপি প্রার্থীকে ঢুকতে দেওয়া যাবে না’, সংখ্যালঘু এলাকায় বার্তা তৃণমূল নেতার, ভাইরাল ভিডিয়ো

ভোট বঙ্গে (West Bengal Assembly Election 2021) ঠিক এই ভাষাতেই সংখ্যালঘুদের বার্তা দিচ্ছেন মন্ত্রী মলয় ঘটক (Molay Ghotak) ঘনিষ্ঠ তৃণমূল নেতা।

'বিজেপি প্রার্থীকে ঢুকতে দেওয়া যাবে না', সংখ্যালঘু এলাকায় বার্তা তৃণমূল নেতার, ভাইরাল ভিডিয়ো
মলয় ঘটক ঘনিষ্ঠ তৃণমূল নেতা
Follow Us:
| Updated on: Mar 30, 2021 | 5:16 PM

আসানসোল: ‘বিজেপি প্রার্থীকে কোনওভাবেই এলাকায় ঢুকতে দেওয়া যাবে না।’ ভোট বঙ্গে (West Bengal Assembly Election 2021) ঠিক এই ভাষাতেই সংখ্যালঘুদের বার্তা দিচ্ছেন মন্ত্রী মলয় ঘটক (Molay Ghotak) ঘনিষ্ঠ তৃণমূল নেতা। আসানসোলের (Assamsol) সংখ্যালঘু অধ্যুষিত রেলপাড় এলাকার সেই ভিডিয়ো এখন রাজ্য রাজনীতিতে ভাইরাল।

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে আসানসোলের তৃণমূল ব্লক সভাপতি উৎপল সিনহাকে। দেখা যাচ্ছে, সংখ্যালঘুদের উদ্দেশে তিনি বলছেন, “বিজেপি প্রার্থীকে প্রচার করতে দেওয়া যাবে না। রেলপাড় এলাকায় তৃণমূলের ফোর্সকে আটকে দিতে হবে বিজেপির প্রচার। রেলপাড়ের ৯০ শতাংশ ভোট মলয় ঘটকের হয়ে করাতেই হবে।” অভিযোগ উঠছে, অসাংবিধানিক ও উস্কানিমূলক বক্তব্য রেখেছেন তৃণমূল নেতা। ইতিমধ্যেই ভিডিয়ো নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান উত্তর আসানসোলের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।

উল্লেখ্য, গত ২৭ মার্চ উত্তর আসানসোলের রেলপাড়ে ওকে রোড এলাকায় প্রচার করতে গিয়ে বাধা পান বিজেপি প্রার্থী। তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। তারপরেই ওই ভিডিয়োটি ভাইরাল হয়। যেখানে দেখা যায় তৃণমূলের ব্লক সভাপতি উতপল সিনহা এই বক্তব্য রাখছেন।

সূত্রের খবর, রেলপাড়ের হাজিকদম স্কুলে ওই বক্তব্যটি দেওয়া হয়েছিল ২৫ মার্চ। স্বাভাবকিভাবেই ২৭ মার্চের ওই হামলার ঘটনার প্রেক্ষিতে যে তৃণমূল নেতার উস্কানিমূলক বক্তব্যই দায়ী, সেব্যাপারে অভিযোগ করা হয় নির্বাচন কমিশনের কাছে। পাশাপাশি উল্লেখ করা হয়, এই এলাকাতেই দুবছর আগে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছিল। সেখানে নির্বাচনের প্রাক্কালে তৃণমূল নেতার এমন বক্তব্য শান্তি বিঘ্ন ঘটাতে পারে রেলপাড়ের।

West Bengal Assembly Election 2021 Paschim Bardhaman TMC Bengal BJP

বিজেপি প্রার্থীর পোস্ট

বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের অভিযোগ, “তৃণমূল নেতার ওই বক্তব্য অসাংবিধানিক ও উস্কানিমূলক। সব রাজনৈতিক দলের প্রার্থীরই প্রচার করার অধিকার রয়েছে। শুধু মলয় ঘটক ওখানে ঢুকতে পারবেন অন্য কেউ ঢুকতে পারবেন না, তা হতে পারে না।”

আরও পড়ুন: নিমতা কাণ্ডে রুজু হল খুনের মামলা

যদিও তৃণমূল ব্লক সভাপতি উৎপল সিনহার দাবি, “বিজেপি প্রার্থী ওই এলাকায় শুধু প্রচারের উদ্দেশ্য নিয়েই ঢোকেনি। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় গেরুয়াবসন পরে, গেরুয়া টিকা লাগিয়ে অন্য উদ্দেশ্য নিয়ে ঢুকেছিল। আমি আমাদের কর্মীদের শুধুমাত্র সতর্ক থাকতে বলেছি।” তাঁর পাল্টা অভিযোগ, যে ভিডিয়োটি ভাইরাল করা হয়েছে তা আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে।” অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা।