AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়’, শাহকে বিঁধলেন অভিষেক

একুশের নির্বাচনের আগে (West Bengal Assembly Elections 2021) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সভার পাল্টা সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

'তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়', শাহকে বিঁধলেন অভিষেক
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Feb 25, 2021 | 5:19 PM
Share

উত্তর ২৪ পরগনা: ঠাকুরনগরে (Thakurnagar) আজ প্রতিবাদ সভা করলেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কয়লা কাণ্ডে স্ত্রী রুজিরা ও শ্যালিকা মেনকাকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর এটি আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম সভা। পাশাপাশি একুশের নির্বাচনের আগে (West Bengal Assembly Elections 2021) মতুয়াদের চৌকাঠে দাঁড়িয়ে অমিত শাহর (Amit Shah) দিয়ে যাওয়া নাগরিকত্ব আইনের প্রতিশ্রুতির পাল্টা দিতেই এদিন অভিষেকের সভা। এ দিন শ্রীজাতর কবিতার লাইন তুলে শাহকে বিঁধলেন যুবরাজ। সুর চড়ালেন, ‘তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎ শিরদাঁড়ায়।’

সকালে দলিত বাড়ি ভোজ, বিকালে ফাইভ স্টার হোটেলে মস্তি

ভোটের আগে নাগরিকত্ব নিয়ে ভাঁওতাবাজি করছে শাহ। সকালে দলিত পরিবারে মধ্যাহ্ন ভোজ। বিকালে ফাইভ স্টার হোটেলে মস্তি: অভিষেক

সোনার বাংলা তো বাংলাদেশের স্লোগান

তোমরা সোনার উত্তরপ্রদেশ, সোনার গুজরাট তৈরি করতে পারোনি কেন?  আর বলছে আমাদের জয় বাংলা নাকি বাংলাদেশের স্লোগান। আমাদের বাংলাদেশি বলে দিচ্ছে। কেন তোমরা যে ‘সোনার বাংলা’ করবে বলছ, সেটা কোথাকার স্লোগান? সোনার বাংলা করতে চাইছ: অভিষেক

মেরুদণ্ড বিক্রি করব না

২৫০টির বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল। দিল্লি থেকে এসে বাংলা দখল করবে? গলা কেটে দিলেও জয় বাংলা বলবে। আপনি সিবিআই, ইডি যা পারবেন লাগিয়ে দিন। তুমিও মানুষ আমিও মানুষ তফাৎ শুধু শিরদাঁড়ায়: অভিষেক

আপনারা কোনটা চান, ‘আয়ূষ্মান ভারত’ না ‘স্বাস্থ্যসাথী’?

২ দিন আগে আমার হেলিপ্যাডে জল ঢেলে দিয়েছিল। আমি যাতে আসতে না পারি। মানুষ গণতান্ত্রিকভাবে এর জবাব দেবে। আর বলছে ‘আয়ূষ্মান ভারত’-এর কথা। আপনার বাড়িতে ফ্রিজ, স্মার্ট ফোন, স্কুটার থাকলে আপনি কিন্তু ‘আয়ূষ্মান ভারত’ পাবেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য স্বাস্থ্যসাথী দিয়েছেন। তা হলে আপনারা কোনটা চান, ‘আয়ূষ্মান ভারত’ না ‘স্বাস্থ্যসাথী’: অভিষেক

তোমরা নাগরিকত্ব দেওয়ার কে?

কয়েক দিন আগে এখানে এসেছিল। অমিত শাহ আপনাদের কী বলেছিলেন? বলেছেন, করোনার টিকা দেওয়ার প্রক্রিয়া শেষ হলেই নাগরিকত্ব দেওয়া হবে। আরে তোমরা কি নাগরিকত্ব দেবে? আপনাদের নাগরিকত্বের প্রমাণ আছে তো? ভোটার কার্ড আছে তো? আর আপনাদের বলে দিচ্ছে অবৈধ। আপনারা যদি অবৈধ হন, তা হলে নরেন্দ্র মোদী অবৈধ, অমিত শাহ অবৈধ, রাজনাথ সিংহ অবৈধ: অভিষেক

মমতা জীবীত থাকলে আপনাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না

যত দিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় জীবিত আছেন, আপনাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। বলছে নাগরিকত্ব দেবে। তুমি নাগরিকত্ব দেওয়ার কে: অভিষেক