West Bengal Election 2021 Phase 7: লাইনে দাঁড়িয়ে মাস্ক দিচ্ছেন প্রার্থী, তুমুল উত্তেজনা মুর্শিদাবাদে

ভোট (west bengal assembly election 2021) সপ্তমীর সকাল থেকে মুর্শিদাবাদে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ উঠছে।

West Bengal Election 2021 Phase 7: লাইনে দাঁড়িয়ে মাস্ক দিচ্ছেন প্রার্থী, তুমুল উত্তেজনা মুর্শিদাবাদে
নিজস্ব চিত্র।
Follow Us:
| Updated on: Apr 26, 2021 | 9:45 AM

মুর্শিদাবাদ: ভোটের লাইনে কংগ্রেস প্রার্থীর মাস্ক বিলি। এই অভিযোগ ঘিরে সোমবার সপ্তম দফার ভোটের সকালে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের ২৩৮ নম্বর বুথে। কংগ্রেস প্রার্থীকে ঘিরে বিক্ষোভও দেখান স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

প্রার্থী নিজে ভোটের লাইনে দাঁড়িয়ে মাস্ক বিলি করে বলে অভিযোগ তৃণমূলের। তাদের দাবি, ভোটের সকালে ভোটারদের প্রভাবিত করতেই এই মাস্ক বিলি। বিক্ষুব্ধ এক তৃণমূল নেতার অভিযোগ, “যে সমস্ত মানুষ ভোট দিতে যাচ্ছেন তাঁদের উনি বলছেন, ‘ ভোটটা আমাকে দেবেন। আমি কংগ্রেসের প্রার্থী। আমি আপনাদের টাকা দিয়ে দিচ্ছি। আপনারা খেটে খাওয়া মানুষ। আজ ভোট দিতে এসেছেন বলে কাজ কামাই হয়নি’।”

আরও পড়ুন: বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, ভোটারদের বাধা, উত্তপ্ত রানিনগর

যদিও কংগ্রেস প্রার্থীর দাবি, “দেখুন অনেকে মাস্ক পরেননি। আমার বক্তব্য, আগে প্রাণ তার পর ভোট। সে কারণেই আমি মাস্কটা দিয়েছি। সকলের সামনেই দিয়েছি। তবে আমি কারও কাছে ভোট আবেদন করিনি। কোনও টাকা পয়সাও দিইনি। এগুলি মিথ্যা অভিযোগ।”