‘দুর্নীতিপরায়ণ’ প্রার্থী, মালদহের হরিশচন্দ্রপুরে জ্বলছে বিক্ষোভের আগুন

Mar 18, 2021 | 8:53 PM

বৃহস্পতিবার ১৫৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি (BJP)। নয়া প্রার্থীদের নাম সামনে আসতেই দলের প্রতি ক্ষোভ, অসন্তোষের আগুন।

দুর্নীতিপরায়ণ প্রার্থী, মালদহের হরিশচন্দ্রপুরে জ্বলছে বিক্ষোভের আগুন
ফাইল ছবি।

Follow Us

মালদহ: বিজেপির প্রার্থী ঘোষণা হতেই জেলা জুড়ে বিক্ষোভ শুরু হয়ে গেল। বিজেপির বিভিন্ন কার্যালয়ে ভাঙচুর, আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধের অভিযোগ বিজেপি নেতা কর্মীদেরই বিরুদ্ধে।

অভিযোগ, দুর্নীতিপরায়ণ নেতাকে প্রার্থী করা হয়েছে মোটা টাকার বিনিময়ে। আবার কাস্ট সার্টিফিকেট জাল করেও প্রার্থী হওয়ার অভিযোগ ঘিরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সরগরম মালদহ। হরিশচন্দ্রপুরে বিজেপি কার্যালয়ে ভাঙচুর করা হয়। অভিযোগ, বিজেপির পুরনো কর্মীরাই এই ভাঙচুর চালান।

আরও পড়ুন: কর্নেল দীপ্তাংশুকে প্রার্থী করতেই অসন্তোষের আগুন, ‘ও তো দলবদলু’ বলছেন আদি বিজেপিরা

পুরাতন মালদহের সাহাপুরে বিজেপির কার্যালয়ের সামনেও বিক্ষোভ দেখান দলেরই একাংশ। প্রার্থী পরিবর্তন করার দাবিতে দলীয় কার্যালয়ে ভাঙচুর শুরু করেন বিজেপি কর্মীরা। পাশাপাশি মালদহের নালাগোলা রাজ্য সড়কের উপর আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ চলতে থাকে। কর্মী সমর্থকদের দাবি, মালদহ কেন্দ্রে গোপাল সাহা প্রার্থী হয়েছেন। তিনি একজন দুর্নীতিপরায়ণ।

Next Article