দুর্গাপুর: আবারও প্রার্থী ঘোষণা হতেই অসন্তোষের আগুন বিজেপি (BJP) কর্মীদের অন্দরে। প্রার্থী পছন্দ না হওয়ায় দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদেরই একাংশের বিরুদ্ধে। ঘটনাস্থল দুর্গাপুর।
দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসাবে বৃহস্পতিবারই নাম ঘোষণা করা হয় অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরীর। যিনি ২০১১ সালে আসানসোল দক্ষিণ কেন্দ্রের প্রার্থী ছিলেন। এরপর বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে যোগ দেন তৃণমূলে।
যদিও শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পর পরই বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে যেদিন যান, সেখানে উপস্থিত ছিলেন দীপ্তাংশুও। এর পর একে একে দলীয় সমস্ত পদ থেকেই সরে দাঁড়ান। ঘাসফুলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে যোগ দেন বিজেপিতে।
দুর্গাপুরের আদি বিজেপিদের অভিযোগ, দু’ মাস ঘুরতে না ঘুরতেই তার ‘পুরস্কার’ দেওয়া হল দীপ্তাংশুকে। তবে তাঁরা যে তা মেনে নেবেন না তার হুঁশিয়ারিও দেন। ‘নব্য বিজেপি’ দীপ্তাংশু চৌধুরীর নাম দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণার পরই বিক্ষোভ দেখাতে শুরু করেন পুরনো বিজেপির কর্মীরা।
আরও পড়ুন: ‘আমি কোনওভাবেই বিজেপির প্রার্থী হচ্ছি না’, নাম ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়লেন সোমেন-জায়া
দুর্গাপুরের বিদ্যাসাগর অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তাঁরা। দল যদি দীপ্তাংশুকে প্রার্থী পদ থেকে না সরায়, পুরনো বিজেপির কাউকে প্রার্থী হিসাবে নাম না ঘোষণা করে, তবে নির্দল প্রার্থীও দেওয়া হবে বলে জানান বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, “দীপ্তাংশুর কোনও স্বচ্ছ ভাবমূর্তি নেই। একবার বিজেপিতে আসেন। একবার তৃণমূলে যান। দলবদলু দীপ্তাংশু চৌধুরীকে মানছি না, মানবো না।”