বিজেপি প্রার্থীর প্রচারে ‘ঢিল’, উত্তেজনা আসানসোলে

মাঝে আর মাত্র একটা দিন, প্রথম দফার ভোট (West Bengal Election 2021) শুরু হবে বাংলায়। অথচ বৃহস্পতিবারও জেলায় জেলায় উত্তেজনার ঘটনা।

বিজেপি প্রার্থীর প্রচারে 'ঢিল', উত্তেজনা আসানসোলে
নির্বিঘ্নে ভোট হল রঘুনাথপুরে
Follow Us:
| Updated on: Mar 25, 2021 | 11:02 PM

আসানসোল: প্রচারে হামলার অভিযোগ তুললেন বিজেপি (BJP) প্রার্থী। অভিযোগ, আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের রেলপাড় এলাকায় প্রচারে বেরিয়ে হামলার শিকার হন বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।

অভিযোগ, কৃষ্ণেন্দু যখন বুথ কমিটির বৈঠক করছিলেন, তখন আশেপাশের বাড়ির ছাদ থেকে এলোপাথাড়ি ঢিল ছোড়া হয়। এই উপদ্রবের জেরে বৈঠক বন্ধ হয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৈঠক ও প্রচার বন্ধ রেখে ফিরে যান কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। অভিযোগ, ফেরার সময়ও তাঁকে লক্ষ্য করে কটূক্তি করেন তৃণমূলের কর্মীরা। উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মলয় ঘটক। তাঁর সঙ্গেই ভোটের ময়দানে লড়াই বিজেপির কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের। যদিও তৃণমূলের তরফে এ নিয়ে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: ভাঙড়ে তৃণমূল-আইএসএফ ‘দ্বন্দ্ব’, আশঙ্কাজনক চারজনকে পাঠানো হল পিজিতে

মাঝে আর মাত্র একটা দিন, প্রথম দফার ভোট শুরু হবে বাংলায়। অথচ বৃহস্পতিবারও জেলায় জেলায় উত্তেজনার ঘটনা। কোথাও রাজনৈতিক হিংসার বলির অভিযোগ, আবার কোথাও এলাকায় উত্তেজনা ছড়ানোর অভিযোগ। অথচ ভোট ঘোষণার আগেই এ রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। কবে থেকেই শুরু হয়েছে রুট মার্চ। তারপরও কী ভাবে এমন ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সত্ত্বেও যদিও এভাবে এলাকা উত্তপ্ত হয়, তা হলে নির্বাচনের দিনগুলির নিরাপত্তা কতটা আঁটসাট হবে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।