বিজেপিতেও বিধি বাম! বিশ্বনাথকে প্রার্থী করায় ‘বেসামাল’ গোঘাটের গেরুয়া শিবির
প্রার্থী বিশ্বনাথ কারক জানিয়েছেন, দল তাঁকে প্রার্থী করেছে। তিনি দলের প্রতি দায়বদ্ধ। বিজেপিকে জেতানোই তাঁর একমাত্র লক্ষ্য। তাঁকে ঘিরে যে বিক্ষোভ হয়েছে, তা নিয়ে আদৌ ভাবিত নন বিশ্বনাথ।
হুগলি: একুশের নির্বাচনকে (West Bengal Assembly Election 2021) কেন্দ্র করে ইতিমধ্যেই চার দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে গেরুয়া শিবির (BJP)। কিন্তু, প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসতে শুরু করেছে। এ বার সেই কোন্দলের আঁচ পড়ল গোঘাটের বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারকের উপরেও।
প্রাক্তন বাম (CPM) নেতা ও বিধায়ক বিশ্বনাথের নাম প্রার্থী হিসেবে ঘোষিত হতেই বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকেরা। মঙ্গলবার গোঘাটে বিশ্বনাথকে নিয়ে আরামবাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সদস্য নাগেশ্বর পান্ডে সাংগঠিনক বৈঠকে যোগ দেওয়ার পথে বিজেপি (BJP) কর্মী সমর্থকেরা কালো পতাকা দেখায় ও প্রার্থী বদলের দাবি তোলে। এদিন কয়েকশো বিজেপি কর্মী নাগেশ্বর পান্ডেকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। ভন্ডুল হয়ে যায় সভা। বাধ্য হয়ে সভাস্থল ত্যাগ করেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য নাগেশ্বর পাণ্ডে।
বিশ্বনাথ কারক প্রার্থী হিসেবে কেন না-পসন্দ বিজেপি কর্মীদের? এ প্রসঙ্গে, স্থানীয় বিজেপি নেতৃত্ব মণ্ডল কমিটির সভাপতি পীরুমোহন আচার্যের দাবি, বিশ্বনাথ কারক প্রাক্তন ফরওয়ার্ড ব্লক নেতা। তিনি প্রার্থী হলে দল জিততে পারবে না। লোকসভা ভোটে এগিয়ে থাকা বিজেপির আসনটি হাতছাড়া হবে। স্থানীয় বিজেপি কর্মী বলেছেন, ‘বিশ্বনাথ কারককে আমরা প্রার্থী মানি না। তিনি থাকলে আমরা নিশ্চিত হারব। তাই প্রার্থীর উপর আমরা অনাস্থা পেশ করছি। অবিলম্বে প্রার্থী বদল করতে হবে। বিষয়টি আমরা কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছি।’
যাঁকে ঘিরে এই বিক্ষোভ সেই প্রার্থী বিশ্বনাথ কারক জানিয়েছেন, দল তাঁকে প্রার্থী করেছে। তিনি দলের প্রতি দায়বদ্ধ। বিজেপিকে জেতানোই তাঁর একমাত্র লক্ষ্য। তাঁকে ঘিরে যে বিক্ষোভ হয়েছে, তা নিয়ে আদৌ ভাবিত নন বিশ্বনাথ।
আরও পড়ুন: জোড়াফুলে নয়, নির্দল প্রার্থী হবেন ‘অভিমানী’ মইনুদ্দিন, মুখে কুলুপ কেষ্টর
বিজেপির (BJP) এই গোষ্টীকোন্দলকে কেন্দ্র করে গোঘাটের তৃণমূলের (TMC) বিদায়ী বিধায়ক মানস মজুমদার জানিয়েছেন, নব্য ও আদি বিজেপির লড়াই পুরনো নয়। দলে থেকে যে সম্মান পাচ্ছেন না প্রার্থী সেই ছবিই আসলে বলে দিচ্ছে বিজেপির অবস্থান।
প্রসঙ্গত, বিজেপির প্রার্থী তালিকাকে কেন্দ্র করে জেলার ক্ষোভ এসে পড়ে কলকাতাতেও। পাঁচলা, রায়দিঘি ও উদয়নারায়ণপুরের প্রার্থী বদলকে কেন্দ্র করে সোমবার দিনভর হেস্টিংসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বিক্ষোভে আটকে পড়েন, দলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় (Mukul Roy) ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, এই ধরনের বিক্ষোভ সমস্যার দ্রুত নিষ্পত্তি হবে।
আরও পড়ুন: ‘সবাই অশিক্ষিত নয়’, তৃণমূলের পার্টি অফিসে গিয়ে মুড়ি খেয়ে বললেন তন্ময়