টুইটারে ‘মমতা সরকার’কে এক হাত নিলেন চণ্ডীতলার বিজেপি প্রার্থী
এবার আমি আপনাদের মধ্যে আসছি, আপনাদেরই ছেলে হয়ে। হুগলী জেলার চণ্ডীতলার বিজেপি প্রার্থী আমি । দেখা হবে খুব তাড়াতাড়ি। আশীর্বাদ করুন, এই নতুন যাত্রায় আমার পাশে থাকুন
বিধানসভা নির্বাচনে চণ্ডীতলা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন অভিনেতা যশ দাশগুপ্ত। Tv9 বাংলার প্রতিনিধিকে যশের স্বীকারোক্তি রাজনীতির ব্যাপারে জ্ঞান নেই তাঁর। তিনি বলেন, “ইচ্ছে প্রকাশ করেছিলাম রাজনীতি করতে চাই। মানুষের জন্য কাজ করতে চাই।” এরপরেই সতর্ক যশের মন্তব্য, “মানুষের জন্য কাজ করতে চাই কথাটা হয়তো রিপিটেটিভ লাগে। কিন্তু আমি বাবা মায়ের একমাত্র ছেলে, বাবা-মা আমার সঙ্গে থাকে। এখন শুধু বাবা-মা নয় সবার জন্যই কিছু না কিছু করতে চাই। সমাজ থেকে যা নিয়েছি তা ফিরিয়ে দেওয়ার সময় এখন।”
No water, no roads, and no hospitals this is the grim reality of the infrastructure of Bengal. Raise your voice with BJP President Shri @JPNadda on 16 March and question the Mamata govt on its fake report card. #EbarSonarBangla
— Yash (@Yash_Dasgupta) March 16, 2021
তবে, মঙ্গলবার বিজেপি প্রার্থীর টুইটে বোঝা গেল ধীরে-ধীরে দুঁদে রাজনীতিবিদ হয়ে উঠছেন যশ। টুইটে যশ লেখেন, ‘জল নেই, রাস্তাঘাট হয়নি, হাসপাতাল নেই, এটাই বাংলার পরিকাঠামোর চরম বাস্তব। আাগামী ১৬ মার্চ বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে গর্জে উঠুন এবং মমতার সরকারকে এই জাল রিপোর্ট কার্ডের জন্য প্রশ্ন করুন।’ হ্যাশট্যাগে যশ লেখেন ‘এবারসোনারবাংলা’।
হালফিলের রাজনীতি থেকে টলিপাড়া, আলোচনার কেন্দ্রে এখন— যশ দাশগুপ্ত । বিজেপির প্রার্থী হওয়ার পর যশ টুইটে লেখেন, ‘এতদিন অভিনেতা হিসাবে আপনারা আমায় ভালোবেসেছেন। এ বার আমি আপনাদের মধ্যে আসছি, আপনাদেরই ছেলে হয়ে। হুগলি জেলার চণ্ডীতলার বিজেপি প্রার্থী আমি। দেখা হবে খুব তাড়াতাড়ি। আশীর্বাদ করুন, এই নতুন যাত্রায় আমার পাশে থাকুন।’
এতদিন অভিনেতা হিসাবে আপনারা আমায় ভালোবেসেছেন। এবার আমি আপনাদের মধ্যে আসছি, আপনাদেরই ছেলে হয়ে। Hooghly জেলার Chanditala র বিজেপি প্রার্থী আমি । দেখা হবে খুব তাড়াতাড়ি। আশীর্বাদ করুন, এই নতুন যাত্রায় আমার পাশে থাকুন। ??#LokkhoSonarBangla pic.twitter.com/R5ERqTcRYG
— Yash (@Yash_Dasgupta) March 14, 2021