কলকাতা: রাত পোহালেই চার পুরনিগমের ভোট গণনা (Muncipal Election Counting)। বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগর – চার পুরনিগমের প্রার্থীদের ভাগ্যপরীক্ষা হবে সোমবার। কার মুখের হাসি শেষ পর্যন্ত চওড়া হবে, সেই দিকে চোখ থাকবে গোটা বাংলার। চার পুরনিগমের পুরবাসীদের রায় কোনদিকে গেল, তার উত্তর মিলবে সোমবার। তার আগে আজ, রবিবার চার পুরনিগম এলাকার সব গণনাকেন্দ্রগুলিতে (Counting Centre)চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গণনাকেন্দ্রগুলির বাইরে আরও আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। স্ট্রংরুমগুলিতে (Strong Rooms) রয়েছে নিশ্ছিদ্র পুলিশি প্রহরা।
শনিবার চার পুরনিগমের ভোটে কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটলেও মোটের উপর বড়সড় হিংসা এড়ানো গিয়েছে। এর মধ্যেও বিজেপির তরফে একাধিক অভিযোগ তোলা হয়েছিল। তবে শেষ পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের তরফে স্ক্রুটিনির পর জানানো হয়েছে, চার পুরনিগমের নির্বাচন নির্ঝঞ্ঝাটেই হয়েছে। কোনও পুনর্নির্বাচন হচ্ছে না। রাজ্য নির্বাচন কমিশনের তরফে বার বার আশ্বস্ত করার পরেও শনিবারের নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছিল। কোথাও ছাপ্পা ভোটের অভিযোগ, কোথায় বুথের বাইরে গুলি চলার অভিযোগ এসেছিল বিরোধীদের দিক থেকে। সেই সব খবরই শনিবার দিনভর আপনাদের সামনে তুলে ধরেছিল TV9 বাংলা।
সোমবার চার পুরনিগমের নির্বাচনের ফল ঘোষণার প্রতি মুহূর্তের চলজলদি আপডেটের জন্য চোখ রাখুন TV9 বাংলা চ্যানেলে। সোমবারের ব্যস্ত দিনে কাজের তাগিদে বাইরে আছেন? কুছ পরোয়া নেই। আপনার কাছে প্রতি মুহূর্তের আপডেট তুলে দিন তৈরি TV9 বাংলা। তাই আর কোনও চিন্তা নেই। ভোটের ফল ঘোষণা পর্বের সব খবরের খুঁটিনাটি আপডেট পেয়ে যাবেন আপনার মোবাইলেই। তার জন্য চোখ রাখুন TV9 বাংলার ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তের আপডেট নিয়ে আপনাদের জন্য থাকছে TV9 বাংলার ফেসবুক পেজও। আমাদের ডিজিট্যাল প্লাটফর্মে পেয়ে যাবেন সব খবরের সরাসরি আপডেট। প্রতিটি গণনাকেন্দ্র থেকে টাটকা খবর আপনাদের সামনে তুলে ধরতে তৈরি আমাদের রিপোর্টাররা। ছোট লালবাড়ির লড়াইয়ে সেই হাসি কে হাসবেন, তার প্রতি মুহূর্তের আপডেটের জন্য নজর রাখতেই হবে টিভি নাইন বাংলায়। চোখ রাখুন টিভি নাইন বাংলা ডিজিটালের পেজেও।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
কলকাতা: রাত পোহালেই চার পুরনিগমের ভোট গণনা (Muncipal Election Counting)। বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগর – চার পুরনিগমের প্রার্থীদের ভাগ্যপরীক্ষা হবে সোমবার। কার মুখের হাসি শেষ পর্যন্ত চওড়া হবে, সেই দিকে চোখ থাকবে গোটা বাংলার। চার পুরনিগমের পুরবাসীদের রায় কোনদিকে গেল, তার উত্তর মিলবে সোমবার। তার আগে আজ, রবিবার চার পুরনিগম এলাকার সব গণনাকেন্দ্রগুলিতে (Counting Centre)চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গণনাকেন্দ্রগুলির বাইরে আরও আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। স্ট্রংরুমগুলিতে (Strong Rooms) রয়েছে নিশ্ছিদ্র পুলিশি প্রহরা।
শনিবার চার পুরনিগমের ভোটে কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটলেও মোটের উপর বড়সড় হিংসা এড়ানো গিয়েছে। এর মধ্যেও বিজেপির তরফে একাধিক অভিযোগ তোলা হয়েছিল। তবে শেষ পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের তরফে স্ক্রুটিনির পর জানানো হয়েছে, চার পুরনিগমের নির্বাচন নির্ঝঞ্ঝাটেই হয়েছে। কোনও পুনর্নির্বাচন হচ্ছে না। রাজ্য নির্বাচন কমিশনের তরফে বার বার আশ্বস্ত করার পরেও শনিবারের নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছিল। কোথাও ছাপ্পা ভোটের অভিযোগ, কোথায় বুথের বাইরে গুলি চলার অভিযোগ এসেছিল বিরোধীদের দিক থেকে। সেই সব খবরই শনিবার দিনভর আপনাদের সামনে তুলে ধরেছিল TV9 বাংলা।
সোমবার চার পুরনিগমের নির্বাচনের ফল ঘোষণার প্রতি মুহূর্তের চলজলদি আপডেটের জন্য চোখ রাখুন TV9 বাংলা চ্যানেলে। সোমবারের ব্যস্ত দিনে কাজের তাগিদে বাইরে আছেন? কুছ পরোয়া নেই। আপনার কাছে প্রতি মুহূর্তের আপডেট তুলে দিন তৈরি TV9 বাংলা। তাই আর কোনও চিন্তা নেই। ভোটের ফল ঘোষণা পর্বের সব খবরের খুঁটিনাটি আপডেট পেয়ে যাবেন আপনার মোবাইলেই। তার জন্য চোখ রাখুন TV9 বাংলার ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তের আপডেট নিয়ে আপনাদের জন্য থাকছে TV9 বাংলার ফেসবুক পেজও। আমাদের ডিজিট্যাল প্লাটফর্মে পেয়ে যাবেন সব খবরের সরাসরি আপডেট। প্রতিটি গণনাকেন্দ্র থেকে টাটকা খবর আপনাদের সামনে তুলে ধরতে তৈরি আমাদের রিপোর্টাররা। ছোট লালবাড়ির লড়াইয়ে সেই হাসি কে হাসবেন, তার প্রতি মুহূর্তের আপডেটের জন্য নজর রাখতেই হবে টিভি নাইন বাংলায়। চোখ রাখুন টিভি নাইন বাংলা ডিজিটালের পেজেও।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা