AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB Panchayat Polls 2023: পদত্যাগ করছেন? শুনে কী বললেন রাজীব সিনহা

WB Panchayat Polls 2023: রাজভবন সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল সি ভি আনন্দ বোস বারবার ডাকা সত্ত্বেও যাননি রাজীব সিনহা। মনোনয়নের পরবর্তী বিভিন্ন হিংসার ঘটনা নিয়ে আলোচনার জন্য কমিশনারকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল।

WB Panchayat Polls 2023: পদত্যাগ করছেন? শুনে কী বললেন রাজীব সিনহা
রাজীব সিনহা
| Edited By: | Updated on: Jun 22, 2023 | 12:14 PM
Share

কলকাতা: রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তেমনটাই রাজভবন সূত্রের খবর। বুধবারের ওই ঘটনায় তৈরি হয়েছে জোর জল্পনা। পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়ার মধ্যেই কি হবে কমিশনার বদল? পদ থেকে কি সরে যাবেন রাজীব সিনহা? এই জল্পনায় কার্যত জল ঢাললেন নির্বাচন কমিশনার। বৃহস্পতিবার এই বিষয়ে প্রশ্ন করা হলে রাজীব সিনহা স্পষ্ট জানান, তাঁর এ ব্যাপারে কিছু জানা নেই।

এদিন সকাল ১১ টার কিছু আগেই রাজ্য নির্বাচন কমিশনের দফতরে পৌঁছন রাজীব সিনহা। তাঁকে প্রশ্ন করা হয়, স্টেপ ডাউনের কথা বলা হচ্ছে। সেই সম্ভাবনা কি আছে? উত্তরে রাজীব সিনহা বলেন, ‘আমার কাছে আসেনি…’।

রাজভবন সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল সি ভি আনন্দ বোস বারবার ডাকা সত্ত্বেও যাননি রাজীব সিনহা। মনোনয়নের পরবর্তী বিভিন্ন হিংসার ঘটনা নিয়ে আলোচনার জন্য কমিশনারকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। বুধবারও রাজ্যপালের সঙ্গে দেখা করেননি কমিশনার। সে কারণেই জয়েনিং লেটার ফেরত পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। তবে পদত্যাগের সম্ভাবনা এখন নেই বলেই ইঙ্গিত মিলেছে নির্বাচন কমিশনারের কথায়।

উল্লেখ্য, এর আগে একবার মাত্র রাজ্য নির্বাচন কমিশনার ইস্তফা দিয়েছিলেন এ রাজ্যে। পুরভোট নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সংঘাত তৈরি হওয়ায় পদত্যাগ করেছিলেন সুশান্ত রঞ্জন উপাধ্যায়। সেই সময় রাজভবনে গিয়ে ইস্তফা দিয়ে এসেছিলেন তিনি।

বুধবারই কলকাতা হাইকোর্টেও নজিরবিহীন ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল নির্বাচন কমিশনারকে। পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নিয়ে শুনানি চলাকালীন, প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন, ‘চাপ না রাখতে পারলে ছেড়ে দিন। রাজ্যপাল নতুন কমিশনার নিয়োগ করবেন।’ এরপরই রাজ্যপালের সিদ্ধান্তে বাড়ে জল্পনা।