হুগলি: বাম ও আইএসএফের কোনও জোট এবার রাজ্যস্তরে নেই। তবে পঞ্চায়েত স্তরে দেখা গেল সেই ছবি। একসঙ্গে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে দুই দল। হুগলির ফুরফুরা পঞ্চায়েত এলাকায় দেখা গেল সেই ছবি। বৃহস্পতিবার ফুরফুরার গোপালনগরে দুই দলের প্রার্থীদের একসঙ্গে রাস্তায় নামতে দেখা গিয়েছে।
সিপিএম হুগলি জেলা কমিটির সদস্য পবিত্র সিংহরায় বলেন, বাড়ি বাড়ি প্রচারের ওপর জোর দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, ফুরফুরায় ২০১৩ সালে জয়ী হয়েছিল সিপিএম। ২০১৮ সালে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বলে দাবি করেছেন তিনি। ওই নেতা বলেন, “মানুষের কাছে আবেদন করছি, যাকে খুশি ভোট দিন, তবে ভোটাধিকার প্রয়োগ করুন।”
অন্যদিকে, আইএসএফ-এর দাবি, শাসক দলের অত্যাচারের বিরুদ্ধে লড়তে সিপিএমের সঙ্গে জোট করা হয়েছে। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আইএসএফ নেতা মহম্মদ নুরুল হুদা সিদ্দিকী বলেন, “এই জেলায় অত্যাচার চলছে। তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রয়োজন। ফুরফুরায় উন্নয়ন বলে কিছু হয়নি। পঞ্চায়েতে কোনও কাজ হয়নি। রেশন বন্ধ করে দিয়েছে। আমরা চাই মানুষ ভালভাবে ভোট দিক। ফুরফুরা পঞ্চায়েত আমরা পাচ্ছি, এ ব্যাপারে আমরা ১০০ শতাংশ নিশ্চিত।”