WB Panchayat Polls 2023: ঘরে ঢুকে গুলি, লুটিয়ে পড়ল নির্দল প্রার্থীর মেয়ে

Sanath Majhi | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 08, 2023 | 10:50 AM

WB Panchayat Polls 2023: নির্দল প্রার্থীর অভিযোগ, শুক্রবার রাতে একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে আচমকা হাজির হন। তাঁদের পরিবারের সবাইকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ।

WB Panchayat Polls 2023: ঘরে ঢুকে গুলি, লুটিয়ে পড়ল নির্দল প্রার্থীর মেয়ে
প্রার্থীর বাড়িতে গুলির খোল
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: ভোটের আগের রাতেই ঘরে ঢুকে হামলা। গুলিবিদ্ধ নির্দল প্রার্থীর মেয়ে। হুগলির তারকেশ্বরের ঘটনা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল। পিন্টু সিং নামে ওই নির্দল প্রার্থীর মেয়ে চন্দনা সিং-কে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, এই পিন্টু সিং তৃণমূলের টিকিট পাননি বলেই নির্দল হিসেবে লড়ছেন। প্রার্থীর পরিবারের দাবি, তারা পুলিশকে জানালেও পুলিশ গুলির খোলটাও উদ্ধার করেনি।

এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে তারকেশ্বরের নাইটা মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের টিপনা এলাকায়। নির্দল প্রার্থীর অভিযোগ, শুক্রবার রাতে একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে আচমকা হাজির হন। তাঁদের পরিবারের সবাইকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। পিন্টু সিং জানিয়েছেন, তাঁর ছেলে শ্রীমন্ত সিং-কে প্রথমে গুলি করে দুষ্কৃতীরা। পরে তাঁর মেয়েকে লক্ষ্য করেও গুলি চালানো হয়।

ছেলের গায়ে গুলি না লাগলেও মেয়ের মাথায় গুলি লাগে বলে জানা গিয়েছে পরিবারের তরফে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে চন্দনা। এরপর তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। এই ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল প্রার্থী দীপ হাঁসদা জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। তবে যে দোষী তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

সরাসরি পঞ্চায়েত ভোটের সব খবর এই লিঙ্কে: বাংলার পঞ্চায়েত নির্বাচন, ২০২৩ 

Next Article