
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর ২৫ বছর সম্পূর্ণ হল। এই ছবির হাত ধরে টলিপাড়ায় মাথা তুলে দাঁড়িয়েছিল প্রসেনজিত্ চট্টোপাধ্যায় আর ঋতুপর্ণা সেনগুপ্তর জুটি। জাঁদরেল অনামিকা সাহা আর প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের অন-স্ক্রিন লড়াই আজও চর্চিত। খবর হল, ৩০ মে বড়পর্দায় আসছে এই ছবিটা।
জামাইষষ্ঠী ১ জুন। রবিবারে সিনেমা হলে এই ছবি মুক্তি পাবে বলে দর্শকদের অনেকে উচ্ছ্বসিত। একটি বেসরকারি ব্যাঙ্কে কর্মরত পিয়ালী পাল বলছেন, ”এই ছবি ছোটপর্দায় দেখেছি। প্রসেনজিত্-ঋতুপর্ণার এই ছবি সম্পর্কে জানেন না, এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। তবে সিনেমা হলে ছবিটা মুক্তি পেতে পারে, সেটা আশা করিনি। এবার সেই সুযোগ এসেছে বলে, অবশ্যই দেখতে যাব ছবিটা।”
২৩ মে এই খবর ফেসবুকে শেয়ার করে নিলেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। তিনি লিখেছেন, ”২৫ বছর পর আরও একবার বড়পর্দায় ফিরছে আমাদের আইকনিক জুটি”। এই ছবির শুটিং পর্ব নিয়ে অনেক গল্প রয়েছে। ‘পারমিতার একদিন’ যখন শুটিং করছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, তখন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিরও শুটিং করেছিলেন। লক্ষণীয়, পুরোনো ছবি নতুন করে মুক্তির ট্রেন্ড চলছে দেশ জুড়ে। একের পর এক বলিউডের ছবি মুক্তি পাচ্ছে। সেগুলো দেখতে উত্সাহী হচ্ছেন দর্শকরা। বলিউডের এক নায়িকার দাবি, অধিকাংশ নতুন হিন্দি ছবি মুখ থুবড়ে পড়ছে বলে, পুরোনো ছবি রিলিজ করা হচ্ছে।
টলিউডের ক্ষেত্রে কিন্তু এ কথা প্রযোজ্য নয়। এই বছর ‘এসভিএফ’ প্রযোজনা সংস্থার ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ হিট, ‘কিলবিল সোসাইটি’ সুপারহিট, ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’ ব্লকবাস্টার হয়েছে। তা-ও জামাইষষ্ঠীর সময়ে প্রসেনজিত্-ঋতুপর্ণার ছবিটি প্রযোজনা সংস্থা বড়পর্দায় নিয়ে আসছে দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই।