উন্মুক্ত পোশাকে কোয়েল মল্লিক! সত্যি সামনে আসতেই হতভম্ব ভক্তরা

Koel Mallick: ডিপফেকের ঘটনা অবশ্য নেটদুনিয়ায় নতুন বা বিচ্ছিন্ন ঘটনা নয়। মাস কয়েক আগেই এআইয়ের শিকার হতে হয়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে। পুলিশে অভিযোগও দায়ের হয়।

উন্মুক্ত পোশাকে কোয়েল মল্লিক! সত্যি সামনে আসতেই হতভম্ব ভক্তরা
সত্যি সামনে আসতেই হতভম্ব ভক্তরা
Follow Us:
| Updated on: Mar 23, 2024 | 7:25 PM

কোয়েল মল্লিক– যিনি টলিউড কুইন হিসেবেও পরিচিত। জীবনে কোনওদিনও উন্মুক্ত পোশাক পরতে দেখা যায়নি তাঁকে। দীর্ঘ কেরিয়ারে ক্লিভেজ প্রদর্শনেও আপত্তির কথা জানিয়েছেন বারেবারেই। শয্যাদৃশ্যে অভিনয় করতে হবে শুনে ছেড়েছেন অনুরাগ বসুর বিগ বাজেট ছবির লোভনীয় প্রস্তাবও। এ হেন কোয়েল মল্লিকের এক ‘ভিডিয়ো’ নিয়ে চতুর্দিকে হইচই। স্বল্পবসনা, ক্লিভেজ দেখা যাচ্ছে, লাস্যময়ী পোজে কোয়েলের মতো হুবহু দেখতে এক নারীর কিছু ক্লিপিংস এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে সামাজিক মাধ্যম জুড়ে। চমকে উঠেছেন ভক্তরা। তাঁদের চেনা মিষ্টি নায়িকা কি তবে নাম লেখালেন ট্রেন্ডে?

জানিয়ে রাখা যাক, একেবারেই নয়। বরং কোয়েলের সঙ্গে যা ঘটেছে যা রীতিমতো শিউরে ওঠার মতো। ডিজিটাল যুগে ওই ভাইরাল হওয়া ভিডিয়োটি আদপে ডিপফেক। অর্থাৎ এআই (কৃত্তিম বুদ্ধিমত্তা)র সাহায্যে কোয়েলের মুখ ও অন্যের শরীরকে মিশিয়ে এমনভাবে ওই ভিডিয়ো তৈরি করা হয়েছে যা দেখে আসল-নকল গুলিয়ে যেতেই পারে আপনার।

ডিপফেকের ঘটনা অবশ্য নেটদুনিয়ায় নতুন বা বিচ্ছিন্ন ঘটনা নয়। মাস কয়েক আগেই এআইয়ের শিকার হতে হয়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে। পুলিশে অভিযোগও দায়ের হয়। অপরাধী ধরাও পড়ে। অনুরূপ ঘটনা ঘটে ক্যাটরিনা কাইফের সঙ্গেও। এবার কোয়েলও এই ঘটনার শিকার। তাঁর প্রতিক্রিয়া জানতে টিভিনাইন বাংলার তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও যদিও তাঁকে পাওয়া যায়নি।