সারা বাংলায় অভিনেতা দেবের অনুরাগী সংখ্যা কম নয়। তাঁকে এক ঝলক দেখার জন্য পাগল ভক্তরা। ‘খাদান’ ছবি মুক্তির আগে ভক্তদের কাছে নিজেই ধরা দিচ্ছেন টলিপাড়ার সুপারস্টার। ছবির প্রচারের জন্য সারা বাংলায় ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা ও তাঁর গোটা টিম। তেমনই ছবির প্রচারে নায়ক পৌঁছেছিলেন এমনই এক শহরে। মঞ্চে উঠে ছবির গান শোনাচ্ছিলেন ভক্তদের।
শুটিংয়ের কথা সকলের সঙ্গে ভাগও করে নিয়েছিলেন তিনি। প্রচার মঞ্চেই ঘটল কাণ্ড। আচমকাই স্টেজে উঠে পড়লেন এক তরুণী। জাপটে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না মহিলা ভক্তের। বহু বছর ধরে দেবকে চোখের সামনে দেখার অপেক্ষায় ছিলেন তিনি। তাই নায়ককে চোখের সামনে দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেননি নায়কের ভক্ত। দেবকে চোখের সামনেই দেখেই জাপটে ধরে কেঁদে ভাসালেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি মধ্যমগ্রামে ছবির প্রচারে গিয়েছিলেন তিনি। দেব আসছে, এই খবর ছড়িয়ে পড়তেই চিড়ে চ্যাপ্টা ভিড় জমে যায়। ফলে এক অনুরাগী দেখাই করে উঠে পারেন না দেবের সঙ্গে। অভিমান উগরে দিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন– “স্টারডম থাকা ভাল কিন্তু এরকম দরকার নেই। তুমি দেব না হয়ে অন্য কেউ হতে পারতে আমি ভালবাসতাম তোমাকে। এরকম ইভেন্ট করার কী দরকার! যেখানে ভক্তরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তোমাকে দেখতে অবধি পায় না। কাল চার ঘন্টা দাঁড়িয়ে থেকে হাত পা কেটে নিয়ে ফিরে এসেছি।”