২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে দেব অভিনীত ছবি ‘খাদান’। গত এক মাস ধরে এই ছবিকে কেন্দ্র করে উন্মাদনা তুঙ্গে। গোটা বাংলা জুড়ে ছবির প্রচার চালিয়েছেন অভিনেতা দেব এবং তাঁর গোটা টিম। প্রথম দিনের শো দেখার পর থেকেই দর্শকের তরফ থেকে আসছে ইতিবাচক প্রতিক্রিয়া। নেটপাড়ায় দেবের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। রাত ২টোর সময়ের শো-ও ছিল হাউজফুল। গোটা বাংলা জুড়ে যখন নিজের ছবির প্রচার চালাচ্ছিলেন দেব তখন অনেক ভক্তই তাঁকে কথা দিয়েছিলেন যে ছবি মুক্তির পর প্রথম শো তাঁরা দেখতে যাবেন। প্রিয় নায়ককে দেওয়া কথা রাখতে মরিয়া এক মহিলা ভক্ত।
সিনেমা দেখতে গিয়ে যা কাণ্ড করলেন তা কয়েক মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। ভিডিয়োয় দেখা যাচ্ছে থিয়েটার অন্ধকার। অর্থাত্ বোঝাই যাচ্ছে সিনেমা চলছিল। ভিডিয়ো দেখে বোঝা যাচ্ছে সিনেমা দেখতে দিয়ে হলের মধ্যে সমস্যা পড়েন ভক্তরা। অনেকেই আন্দাজ করেছেন ছবি চলতে চলতে বন্ধ হয়ে যায়। তার পরেই উত্তেজিত হয়ে পড়েন দেবের সেই মহিলা ভক্ত।
মহিলা ভক্ত বলেন, “আমি শিলিগুড়ি গিয়ে দেবকে দেখে এসেছি। দেবকে কথা দিয়ে এসেছি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখব। আমি এই ছবি না দেখে যাব না।” হলের কর্তৃপক্ষ সেই ভক্তকে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করলেও তিনি বুঝিয়ে উঠতে পারেননি। কারণ, তাঁর দাবি ছিল একটাই সিনেমা হল থেকে সিনেমা না দেখে তিনি কোথাও যাবেন না। গোটা থিয়েটারের দর্শক দেবের প্রতি তাঁর ভালবাসার প্রশংসা করেছেন। উল্লেখ্য, গোটা বাংলার বিভিন্ন শহরে যখন টিমের সঙ্গে প্রচারে বেরিয়েছিলেন দেব। তখন নায়ককে দেখে অনেক মহিলা ভক্তই আবেগপ্রবণ হয়ে পড়েন। সেই ভিডিয়োও অনেক বার প্রকাশ্যে এসেছে। ছবির মুক্তির পর আবারও সেই একই মুহূর্ত দেখা গেল ক্যামেরায়।