‘এক পেগ মদে থামি না’, ভোর সাতটা অবধি শাহরুখ-সলমনের সঙ্গে মদ খান আমির!

যাঁরা একে-অন্যের সঙ্গে রাতভর পার্টি করতে পারেন, মন খুলে কথা বলতে পারেন, তাঁদের মধ্যে যে শত্রুতা নেই, তা একপ্রকার স্পষ্ট। গত দু' তিন বছরে এটাও দেখা গিয়েছে, একে অন্যের ছবি মুক্তির সময়ে প্রচারে সাহায্য় করেছেন তিন খান। আবার একে-অন্যকে নিয়ে মন খুলে মজা করতেও ছাড়ছেন না তাঁরা ইদানীং।

এক পেগ মদে থামি না, ভোর সাতটা অবধি শাহরুখ-সলমনের সঙ্গে মদ খান আমির!

| Edited By: Bhaswati Ghosh

Jul 01, 2025 | 8:55 AM

বলিউডের তিন খানের ব্যাপারই আলাদা, এটা বরাবর মনে করা হয়। অক্ষয় কুমার বা অজয় দেবগণ একের পর এক হিট ছবি দিলেও, তিন খান যে সুপারস্টার, সেই ধারণা প্রচলিত থেকেছে বহুদিন। এখন অবশ্য এই ধারণা ঠিক নয়, তা আমির খান খোলসা করেছেন এক সাক্ষাত্‍কারে। তিনি বলেছেন, অক্ষয় কুমার, অজয় দেবগণ বা ভিকি কৌশল যে ধরনের হিট দিচ্ছেন, তাতে শুধু তিন খানই সুপারস্টার এমন মনে করার কারণ নেই।

লক্ষণীয়, এই তিন খান গত ৩০ বছর ধরে যখন একের পর এক ছবি উপহার দিচ্ছিলেন দর্শকদের, তখন মনে করা হতো, এক খানের সঙ্গে অন্য খানের শত্রুতা তুঙ্গে। তাঁরা এক-দু’ বার প্রকাশ্যে ঝামেলায় জড়াননি এমনও না। কিন্তু ৬০-এর দোরগোড়ায় পৌঁছে যেসব তথ্য নিজেরাই সামনে আনছেন তাঁরা, তা চমকে যাওয়ার মতো।

সম্প্রতি আমির খান জানিয়েছেন, ”আমরা অনেক সময়ে দেখা করার প্ল্যান করি। আর সেদিন আমরা এক পেগ মদ খেয়ে থামি না। সাধারণত সকাল সাতটা অবধি আমাদের আড্ডা চলে। এটা আমি শুধু সলমনের সঙ্গে করি তা নয়। শাহরুখের সঙ্গেও এটাই হয়েছে। এখনও পর্যন্ত আট-দশবার আমরা এটা করেছি।”

যাঁরা একে-অন্যের সঙ্গে রাতভর পার্টি করতে পারেন, মন খুলে কথা বলতে পারেন, তাঁদের মধ্যে যে শত্রুতা নেই, তা একপ্রকার স্পষ্ট। গত দু’ তিন বছরে এটাও দেখা গিয়েছে, একে অন্যের ছবি মুক্তির সময়ে প্রচারে সাহায্য় করেছেন তিন খান। আবার একে-অন্যকে নিয়ে মন খুলে মজা করতেও ছাড়ছেন না তাঁরা ইদানীং।