
আমির খান ও গৌরী স্প্র্যাটের সম্পর্ক কোনও গোপন বিষয় নয়। বেশ কিছুদিন ধরেই তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাঁরা নাকি মুম্বইয়ে একটি বিলাসবহুল নতুন বাড়িতে একসঙ্গে থাকতে শুরু করেছেন। একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই বাড়িটি আমিরের পরিবারের অন্য সদস্যরা যেখানে থাকেন, সেখান থেকে খুব বেশি দূরে নয়।
এই বিষয়ে প্রশ্ন করা হলে আমির বলেন, “এটা এমন এক সময়ে হচ্ছে, যখন আমার প্রযোজনায় ‘হ্যাপি প্যাটেল’ মুক্তি পাচ্ছে। তাই চারদিকে বেশ হইচই চলছে।” বলিউড সুপারস্টার আরও জানান, তিনি ও গৌরী একে-অপরকে নিয়ে অত্যন্ত সিরিয়াস হলেও, আপাতত বিয়ের কোনও পরিকল্পনা নেই। আমির বলেন, মনে-মনে তিনি ইতিমধ্যেই তাঁর প্রিয়জনকে বিয়ে করে ফেলেছেন, তবে আইনি বা সামাজিকভাবে তাঁরা বিয়ে করবেন কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি।
আমির বলেন, “গৌরী আর আমি একে অপরকে নিয়ে সত্যিই খুব সিরিয়াস এবং আমরা একটি দৃঢ়, প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে রয়েছি। আমরা একে অপরের সঙ্গী, আমরা একসঙ্গেই আছি। মনে-মনে আমি ইতিমধ্যেই ওঁকে বিয়ে করেছি। তাই এটাকে আনুষ্ঠানিক রূপ দেব কি না, সেটা সময়ের সঙ্গে-সঙ্গে ঠিক করব।”
গত বছর নিজের ৬০তম জন্মদিনে আমির খান ভক্তদের চমকে দিয়ে প্রকাশ্যে তাঁর বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দেন। মুম্বইয়ে সংবাদমাধ্যমের সঙ্গে একটি ব্যক্তিগত বৈঠকে আমির তাঁদের সম্পর্কের কথা নিশ্চিত করেন এবং জানান, সম্পর্কে জড়ানোর আগে তাঁরা প্রায় ২৫ বছর ধরে একে অপরকে চিনতেন। তিনি বলেন, “আমরা হঠাৎ করেই আবার দেখা করি, যোগাযোগ রাখতে থাকি, আর সবকিছু খুব স্বাভাবিকভাবেই এগিয়েছে।”
ছয় বছরের এক সন্তানের মা গৌরী জানান, তিনি এমন একজন মানুষ খুঁজছিলেন যিনি নম্র ও বুদ্ধিমান—আর আমিরের মধ্যেই তিনি সেই গুণগুলো খুঁজে পেয়েছেন। উল্লেখযোগ্যভাবে, গৌরী বর্তমানে আমিরের প্রযোজনা সংস্থার সঙ্গেও কাজ করছেন, ফলে তাঁদের ব্যক্তিগত ও পেশাগত জীবন একে অপরের সঙ্গে মিশে গিয়েছে।
আমির খান প্রথমে ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান—ইরা খান ও জুনেইদ খান। ২০০২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন এবং ২০২১ সালে তাঁরা আলাদা হওয়ার ঘোষণা করেন। এই দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে, আজাদ, যার জন্ম সারোগেসির মাধ্যমে হয়েছে। আমির খান তাঁর দুই প্রাক্তন স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাও—উভয়ের সঙ্গেই ভালো সম্পর্ক বজায় রেখেছেন এবং তাঁদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে।