রাতারাতি ‘ডর’ থেকে বাদ পড়েছিলেন আমির খান! কারণ জানলে অবাক হবেন…

লক্ষণীয় আমির খানের কাছে যে ছবির প্রস্তাব এসেছে, তা পরে আমির খান করেছেন, এমন ঘটনা আরও আছে। 'স্বদেশ' ছবির অফার এসেছিল আমিরের কাছে। তাঁর চিত্রনাট্য বোরিং লাগে। তাই ছবিটা করেননি আমির। এদিকে এই ছবিটা শাহরুখ খানের জীবনে আরও একটা মোড় ঘোরানো ছবি।

রাতারাতি ডর থেকে বাদ পড়েছিলেন আমির খান! কারণ জানলে অবাক হবেন...

| Edited By: Bhaswati Ghosh

Jun 16, 2025 | 8:09 AM

এই সপ্তাহে মুক্তি পাবে আমির খান অভিনীত ‘সিতারে জমিন পর’ ছবিটা। বলিউডের তিন খান হলেন শাহরুখ খান, সলমন খান আর আমির খান। সম্প্রতি একটা পডকাস্টে, আমির খান জানালেন, যে ছবি শাহরুখ খানের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল, সেটা আসলে করার কথা ছিল আমির খানের। কিন্তু আমির খানকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল এই ছবি থেকে।

আমিরের কথায়, ”’ডর’ থেকে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। কারণ আমি সানি দেওলের সঙ্গে চিত্রনাট্য শুনতে চেয়েছিলাম। আমি মনে করি, যদি ছবিতে দু’টো চরিত্র থাকে, তা হলে একসঙ্গে বসে চিত্রনাট্য শুনলে সুবিধা হয়। কিন্তু যশ চোপড়া সে কথা শোনার পর আমাকে ছবিটা থেকে বাদ দিয়ে দিয়েছিলেন। ‘আন্দাজ আপনা আপনা’ করার সময়ে সলমনের সঙ্গে চিত্রনাট্য শুনতে চেয়েছিলাম একইভাবে। প্রথম ক’ দিন ওঁর সময় হয়নি। তারপর আমরা একসঙ্গে বসে চিত্রনাট্য শুনেছিলাম।”

যেহেতু শাহরুখ খানের বলিউডে উত্থান ‘ডর’ ছবির হাত ধরে, তাই শাহরুখ খানের কিছু অনুরাগী এই তথ্য সামনে আসার পর আবার মজা করে লিখেছেন, ভাগ্যিস আমির বাদ পড়েছিলেন এই ছবি থেকে। না হলে শাহরুখের জন্য বড় ক্ষতি হয়ে যেত। লক্ষণীয় আমির খানের কাছে যে ছবির প্রস্তাব এসেছে, তা পরে আমির খান করেছেন, এমন ঘটনা আরও আছে। ‘স্বদেশ’ ছবির অফার এসেছিল আমিরের কাছে। তাঁর চিত্রনাট্য বোরিং লাগে। তাই ছবিটা করেননি আমির। এদিকে এই ছবিটা শাহরুখ খানের জীবনে আরও একটা মোড় ঘোরানো ছবি।