জুহির সঙ্গে সাত বছর কথা বন্ধ আমিরের! বউ রিনা কী করেছিলেন?

বলিউডের অন্যতম চর্চিত জুটি আমির খান আর জুহি চাওলা। কিছু ছবিতে তাঁদের রোম্যান্স এমন ছিল যে বহু দর্শক মনে করতেন, সত্যি-সত্যি প্রেম করছেন আমির আর জুহি। তবে আমির-জুহির যে সাত বছর ধরে চরম ঝগড়া চলছিল, সে কথা সম্প্রতি একটা পডকাস্টে আমির খানই স্বীকার করেছেন।

জুহির সঙ্গে সাত বছর কথা বন্ধ আমিরের! বউ রিনা কী করেছিলেন?

| Edited By: Bhaswati Ghosh

Jun 02, 2025 | 11:49 AM

বলিউডের অন্যতম চর্চিত জুটি আমির খান আর জুহি চাওলা। কিছু ছবিতে তাঁদের রোম্যান্স এমন ছিল যে বহু দর্শক মনে করতেন, সত্যি-সত্যি প্রেম করছেন আমির আর জুহি। তবে আমির-জুহির যে সাত বছর ধরে চরম ঝগড়া চলছিল, সে কথা সম্প্রতি একটা পডকাস্টে আমির খানই স্বীকার করেছেন।

আমিরের বক্তব্য, ”এটা আমার জীবনের একটা অন্যতম বড় ভুল ছিল। আমি যে কোনও ব্যাপারে এতটাই আপসেট হয়ে যেতাম যে উল্টোদিকের মানুষটাকে ক্ষমা করতে পারতাম না। আমার সঙ্গে জুহির ঝগড়া চলেছিল সাত বছর ধরে।” আমির যোগ করেছেন, ”আমি সাত বছর জুহির সঙ্গে কোনও কথা বলিনি। যদিও আমরা একসঙ্গে কাজ করছিলাম। সাত বছর। একটা ছোট ব্যাপার নিয়েই আমার জুহির উপর রাগ হয়েছিল। জুহি অনেক চেষ্টা করেছিল, ঝামেলা মিটিয়ে নেওয়ার। কিন্তু আমি নিজের জায়গা থেকে কিছুতেই সরতাম না। রিনা তখন আমাকে বলেছিল, ”তুমি এটা কী করছ? জুহির সঙ্গে দেখা করো। ঝামেলা মিটিয়ে নাও।””

এরপর রিনার সঙ্গে বিয়ে ভেঙে যায় আমিরের। পরিণত হওয়ার সঙ্গে-সঙ্গে এখন জুহির সঙ্গে আমিরের ঝামেলাটা যে তুচ্ছ মনে হয়, সে কথা মানতে দ্বিধা করেননি বলিউডের সুপারস্টার। কারও সঙ্গে মতবিরোধ হলে, এখন আর কথা বন্ধ করেন না অভিনেতা। যেমন কিরণ রাওয়ের সঙ্গে আমির বিয়ে ভেঙে গিয়েছে। কিন্তু কিরণের সঙ্গে কথা বন্ধ হয়নি। তাঁরা কো-পেরেন্টিং করছেন। আবার নতুন প্রেমে পড়েছেন আমির। এখন বান্ধবীর সঙ্গে সুখে জীবন কাটাচ্ছেন। আমির আর জুহিকে আবার কখনও সিনেমায় দেখা যাবে কিনা একসঙ্গে, সেই ব্যাপারেও প্রশ্ন করছেন অনুরাগীরা, আমিরের এমন স্বীকারোক্তি সামনে আসার পর।