
সম্প্রতি এক পডকাস্টে অনেক মনের কথা তুলে ধরেছেন আমির খান। সেখানে তিনি দু’টো বিয়ে ভাঙার কষ্টের কথাও খোলসা করেছেন। খুব কম বয়সে বিয়ে করেছিলেন রিনাকে। তারপর সেই বিয়ে ভাঙে। এরপর কিরণ রাওয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। আমির বলেন, ”একবার কিরণের সঙ্গে আমার ঝগড়া হয়েছিল। আমি তিন-চারদিন কথা বলিনি। আমরা একই বাড়িতে একই বেডরুমে থাকছি। অথচ কথা বলছি না। কিরণ বিষয়টা মেটানোর চেষ্টা করলেও, আমি মেটাতে চাইছিলাম না। একদিন ও কান্নায় ভেঙে পড়ে। বলে, ”তুমি তো একদম রেসপন্ডই করছ না!” এগুলো আমার জীবনে রেড ফ্ল্যাগ”।
দু’ বার বিয়ে করে আমির অনুভব করেছেন কোন-কোন জিনিস তাঁর করা উচিত নয়। বিয়ে ভাঙার পর তাঁর বিয়ে করার বিশ্বাস উঠে গিয়েছিল, সে কথাও খোলসা করেছেন আমির। এমনিতেও আমির খানের ৬০ বছর বয়স। ভারতে ৬০ বছর বয়সে কেউ যে বিয়ে করেন না তা নয়। তবে এই বয়সে খুব কম মানুষই বিয়ে করেন।
আমির খান পডকাস্টে খোলসা করেছেন, ”গৌরীর সঙ্গে আমার হঠাত্ করে দেখা হয়। তারপর প্রেমে পড়ি। ওঁর সঙ্গে দেখা হওয়ার কারণে আমার সিদ্ধান্ত বদল হয়েছে যে ৬০ বছর বয়সে আর বিয়ে করা যাবে না।” সম্প্রতি আমির খানের জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে আলাপ করিয়েছেন আমির। তারপর থেকে একসঙ্গে দেখা যাচ্ছে তাঁদের। আমির তৃতীয়বার বিয়ে করবেন কিনা, সে ব্যাপারে এখনই কোনও তথ্য নেই। তবে আমির যে বিয়ে নিয়ে ভাবছে শুরু করেছেন, সেটা তাঁর কথা থেকেই স্পষ্ট।