‘সিতারে জমিন পর’ আমিরের বড় সিদ্ধান্ত, মুহূর্তে চটল নেটপাড়া

শিশুশিল্পী দর্সিল সাফারি নিয়ে আমিরের 'তারে জমিন পর' ফিল্ম সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছিল। সেই সময় থেকেই আমির প্ল্যান করে ফেলেছিলেন এই ছবির সিক্যুয়েল তৈরি করবেন। নামও ঠিক করে ফেলেন 'সিতারে জমিন পর'।

সিতারে জমিন পর আমিরের বড় সিদ্ধান্ত, মুহূর্তে চটল নেটপাড়া

| Edited By: জয়িতা চন্দ্র

May 28, 2025 | 2:43 PM

গত কয়েকবছরে বক্স অফিসে আমির খানের রিপোর্ট খুব একটা উল্লেখযোগ্য নয়। সুপারস্টারের ঝুলিতে সুপারহিট অনেকদিন নেই। তবে এবার দর্শক আশায় বুক বাঁধছেন তাঁর আগামী ছবি ‘সিতারে জমিন পর’ নিয়ে। তবে এবার এই ছবি নিয়েই বেজায় চটল নেটপাড়ার একাংশ। কারণ একটাই, এই ছবি বড়পর্দার পর কোনও ওটিটি প্ল্যাটফর্মে আসছে না। বরং তা মুক্তি পাবে ইউটিউবে। যে খবর সামনে আসার পর থেকেই শোরগোল তুঙ্গে। কারণ মোটা টাকার বিনিময়ে যে যে ওটিটি প্ল্যাটফর্মগুলোকে সিনেপ্রেমীরা সাবস্ক্রাইব করে রেখেছেন, সেখানে কোথাও এই ছবি দেখা যাবে না। উল্টে ইউটিউবে PAY PER CLICK অর্থাৎ প্রতি ভিউতে টাকার বিনিময় এই ছবি দেখতে হবে।এই খবর সামনে আসতেই চটলেন সিনেপ্রেমীদের একাংশ।

প্রসঙ্গত, ২০০৭ সালে মুক্তি পায় আমির খান অভিনীত ‘তারে জমিন পর’ ছবি। বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল আমিরের এই ছবি। শিশুশিল্পী দর্সিল সাফারি নিয়ে আমিরের ‘তারে জমিন পর’ ফিল্ম সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছিল। সেই সময় থেকেই আমির প্ল্যান করে ফেলেছিলেন এই ছবির সিক্যুয়েল তৈরি করবেন। নামও ঠিক করে ফেলেন ‘সিতারে জমিন পর’।

আমিরের সেই স্বপ্নই পূরণ হতে চলেছে। আগামী জুন মাসেই মুক্তি পাচ্ছে ‘তারে জমিন পর’ ছবির সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’। সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে এই ছবিরই পোস্টার ইতিমধ্যেই শেয়ার করে নিয়েছেন আমির খান। আগামী ২০ জুন মুক্তি পাচ্ছে এই ছবি। ‘সিতারে জমিন পর’ ছবিটি একটি স্পোর্টস ড্রামা। আমিরের কথায়, ‘এই ছবির নায়ক আমি নই, ছবির গল্পই হল আসল হিরো’।