আমির শোকাহত, গেলেন না ‘আন্দাজ আপনা আপনা’-র স্ক্রিনিংয়ে!
আমির একটা সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘কাশ্মীরের পহেলগাঁওতে কী ঘটেছে, আমি সেটা পড়ছিলাম। আমার মনে তীব্র প্রভাব বিস্তার করেছে নিরীহ মানুষগুলোর অযৌক্তিক মৃত্যু। প্রিভিউতে যাওয়ার মানসিক অবস্থায় ছিলাম না। সামনে কোনও দিন ছবিটা দেখে নেব।’ কাশ্মীরের ঘটনায় আমির খান যেরকম বিশেষ স্ক্রিনিংয়ে যাননি, তেমনই চেন্নাইয়ে কনসার্ট বাতিল করেছেন অরিজিৎ সিং।

কাল্ট কমেডি ‘আন্দাজ আপনা আপনা’ মুক্তি পেল। ৩১ বছর আগে তৈরি হয়েছিল ছবিটা। নতুন করে সিনেমা হলে আসার পর এই ছবির জন্য টিকিট কাটছেন কিছু দর্শক। এমনকী সম্প্রতি যেসব ছবি তৈরি হয়েছে, সেগুলোর মধ্যে কয়েকটা ছবির চেয়ে সলমন খান আর আমির খানের এই ছবির টিকিট বিক্রি বেশি। তবে স্পেশ্যাল স্ক্রিনিংয়ে গেলেন না আমির খান। আমির একটা সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘কাশ্মীরের পহেলগাঁওতে কী ঘটেছে, আমি সেটা পড়ছিলাম। আমার মনে তীব্র প্রভাব বিস্তার করেছে নিরীহ মানুষগুলোর অযৌক্তিক মৃত্যু। প্রিভিউতে যাওয়ার মানসিক অবস্থায় ছিলাম না। সামনে কোনও দিন ছবিটা দেখে নেব।’ কাশ্মীরের ঘটনায় আমির খান যেরকম বিশেষ স্ক্রিনিংয়ে যাননি, তেমনই চেন্নাইয়ে কনসার্ট বাতিল করেছেন অরিজিৎ সিং। লক্ষণীয় এই কাল্ট কমেডি যখন মুক্তি পেয়েছিল, তখন ফ্লপ হয়েছিল। আমির এই প্রসঙ্গে জানিয়েছেন, ”ছবিটা যখন তৈরি হয়, আমার আর রাজকুমার সন্তোষীর বিশ্বাস ছিল ছবিটার উপর। আমরা ভীষণভাবে ভালোবেসে ছিলাম এই ছবির চিত্রনাট্য। সেই কারণে যখন ছবিটা চলেনি, আমরা ভেঙে পড়েছিলাম। পরবর্তীকালে হোম এন্টারটেনমেন্ট হিসাবে, এটা সবচেয়ে বড় সাফল্য হয় আমার। আমি আর রাজকুমার তখন শান্তি পাই।” আমির খানের সঙ্গে এই ছবিতে ছিলেন সলমন খান, করিশ্মা কাপুর, রবিনা ট্যান্ডন, পরেশ রাওয়ালের মতো তাবড় নামী মুখেরা। একটা সাক্ষাৎকারে আবার করিনা কাপুর খোলসা করেছেন, একটা সময়ে সলমন খানের উপর সাংঘাতিক ক্রাশ ছিল করিশ্মা কাপুরের। এখন ‘আন্দাজ আপনা আপনা’ মুক্তি পেলেও সদ্য হওয়া কাশ্মীরের ঘটনা যেন সব আনন্দই ফিকে করে দিচ্ছে। তাই আমির বা সলমনকে এই ছবি নিয়ে সেরকম সেলিব্রেট করতে দেখা গেল না এখনও পর্যন্ত।
