সৎ মেয়ের বিয়েতে এলেও কেন বৌভাত এড়িয়ে গেলেন কিরণ রাও?
Kiran Rao: প্রসঙ্গত, আইরা ও নূপুর শিখরের রিসেপশনে হাজির ছিল গোটা বলিউড। সলমন খান থেকে শুরু করে শাহরুখ, অম্বানি পরিবার-- হাজির ছিলেন সকলেই। প্রায় ২৫০০ জন আমন্ত্রিত ছিল ওই বিয়েতে।

আয়রা খান– আমির খানের প্রথম পক্ষের মেয়ে। কিছু দিন আগেই বিয়ে করেছেন তিনি। কাল অর্থাৎ শনিবার ছিল রিসেপশন। গোটা বিয়েতে দেখা গিয়েছিল আমিরের দ্বিতীয় পক্ষের স্ত্রী কিরণ রাওয়ের উজ্জ্বল উপস্থিতি। কিন্তু রিসেপশনে দেখা গেল না তাঁকে। বলিপাড়ার সুপারস্টার অর্থাৎ শাহরুখ খান থেকে শুরু করে সলমন খান, সবাই হাজির হলেও নিজের পরিবারের বিয়েতে কেন দেখা গেল না তাঁকে?
এই প্রশ্নই আমির খানকে করেছিলেন পাপারাৎজি। উত্তরে তিনি বলেন, “কিরণের শরীরটা ভাল নেই। সেই কারণেই আসতেও পারেনি।” কিরণের সঙ্গে আমিরের বিচ্ছেদ হয়ে গিয়েছে বেশ কিছু বছর আগেই। তবে প্রথম পক্ষের মেয়ে আয়রার বিয়ের সব দায়িত্ব তিনি পালন করেছেন। আমিরের প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে কোমর বেঁধেই সব কাজ করেছেন তিনি। শনিবার তাই তাঁকে দেখতে না পেয়ে মন খারাপ ভক্তদের। অনেকেই লিখেছেন, “পরিবার অসম্পূর্ণ লাগছে”।
প্রসঙ্গত, আইরা ও নূপুর শিখরের রিসেপশনে হাজির ছিল গোটা বলিউড। সলমন খান থেকে শুরু করে শাহরুখ, অম্বানি পরিবার– হাজির ছিলেন সকলেই। প্রায় ২৫০০ জন আমন্ত্রিত ছিল ওই বিয়েতে। মোট ৯টা রাজ্যের খাবার ছিল মেন্যুতে। সব মিলিয়ে জমে উঠেছিল অনুষ্ঠান বাড়ি।
View this post on Instagram
