আমির খানের ছেলে জুনেদ খান ডেবিউ করছেন বলিউডে। এ–খবর অবশ্য নতুন নয়। অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল। অবশেষে শোনা কথা সত্যি হল। আজ থেকেই ছবির শুটিং শুরু হচ্ছে। ছবির নাম ‘মহারাজা’।
জুনেদ খানের ফিল্মি কেরিয়ার শুরু হচ্ছে যশ রাজ ফিল্মের হাত ধরেই। যশ রাজ ফিল্মস এর আগে অনেক নতুন তারকার জন্ম দিয়েছে। জুনেদ অনেক দিন ধরেই থিয়েটার করছেন। বেশ কিছু উল্লেখযোগ্য নাটকে উনি অভিনয়ও করেছেন। এবার ক্যামেরার সামনে অভিনয় করবেন তিনি।
‘মহারাজা’ পিরিয়ড ড্রামা। মহারাজ লিবেল কেসের ওপর ভিত্তি করে এই ছবি তৈরি হচ্ছে।গুজরাটি লেখক এবং সাংবাদিক সৌরভ শাহ এই ঘটনা নিয়ে একটি বই নিখেছিলেন ‘মহারাজা’। এই বই থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হচ্ছে ছবি। ১৮৬২ সালে ধর্মীয় গুরু যদুনাথজি মহারাজের তাঁর মহিলা ভক্তদের সঙ্গে যৌন কেলেঙ্কারির কথা ফাঁস করে দেন সাংবাদিক করসনদাস মুলজি। এরপরই ওই সাংবাদিকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ওই ধর্মীয় সংস্থা। এই সাংবাদিকের চরিত্রেই অভিনয় করছেন জুনেদ খান।
আরও পড়ুন :‘আপনার পরিবার নিশ্চয়ই আপনার জন্য গর্বিত’, ট্রোলারকে একহাত নিলেন দীপিকা
‘মহারাজা’ পরিচালনা করছেন সিদ্ধার্থ পি মালহোত্রা। ছবিতে জুনেদ ছাড়া আছেন ‘অর্জুন রেড্ডি’খ্যাত শালিনি পান্ডে, শর্বরী ওয়াগ এবং আরও অনেকে। বেশ কয়েক মাস ধরেই বিজয় নগরে সেট তৈরি করা হয়েছে। আজ থেকে ছবির শুটিং শুরু। ছবির রিলিজ নিয়ে এখনও কিছু ঠিক হয়নি বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা।