দ্বিতীয় দফায় করোনা-তরঙ্গ সারা দেশে আছড়ে পড়েছে। হু হু করে বাড়ছে সংক্রমণ। আক্রান্তদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। মৃত্যুর হারও আগের তুলনায় অনেক বেশি। সারা দেশে ফের লক ডাউনের পরিস্থিতি তৈরি হয়েছে। সিনেমা পাড়াতেও করোনা থাবা বসিয়েছে। একের পর এক তারকারা করোনায় আক্রান্ত হচ্ছেন। বলিউডে বহু ছবির শুটিং বন্ধ হয়ে গিয়েছে। পিছিয়ে গিয়েছে অনেক ছবির রিলিজ। টলি-পাড়াতেও দৃশ্যাটা অনেকটা এক রকম। পরিচালক রাজর্ষি দে-র নতুন ছবি ‘আবার কাঞ্চনজঙ্ঘা’-র রিলিজ পিছিয়ে গেল।
সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতেই পরিচালক রাজর্ষি দে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ বানিয়েছেন। যদিও সত্যজিতের ‘কাঞ্চনজঙ্ঘা’-র সঙ্গে এই ছবির কোনও মিল নেই। নামটুকু ছাড়া। একেবারেই মৌলিক গল্প নিয়ে ছবি বানিয়েছেন পরিচালক। পয়লা বৈশাখে এই ছবির পোস্টার সকলের সামনে এসেছে। সত্যজিতের জন্ম-মাসকে মাথায় রেখে ঠিক হয়েছিল মে মাসেই রিলিজ করবে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’। সেই মত ১৯ এপ্রিল ছবির ট্রেলার মুক্তির দিন ঠিক হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতি এখন এতটাই আশঙ্কাজনক যে ছবির মুক্তি পিছিয়ে দিতে বাধ্য হলেন পরিচালক-প্রযোজক। পরিচালক রাজর্ষি দে বলেন, “পরিস্থিতি কোন দিকে যাবে এখনই কিছু বলা যাচ্ছে না। মে মাসে আমরা রিলিজ প্ল্যান করলেও এখনই রিলিজ নিয়ে ভাবছি না। সেই কারণে ছবির ট্রেলারও আমরা রিলিজ করিনি। পরিস্থিতি ঠিক হলে আমরা রিলিজ নিয়ে ভাবব।”
আরও পড়ুন:প্লাজমা দানের অঙ্গীকার রুক্মিণীর, গর্বিত দেব
‘আবার কাঞ্চনজঙ্ঘা’ মূলত একটা পরিবারের গল্প। প্রায় গোটা টলিউডকে নিয়েই পরিচালক বানিয়ে ফেলেছেন এই ছবি। একটা পরিবারের ভাই-বোনেদের রিইউনিয়ন। সবাই মিলে তাঁরা বেড়াতে গিয়েছেন দার্জিলিঙে। বেড়াতে গিয়েই সম্পর্কের পরতগুলো এক এক করে খুলবে। সম্পর্কের ঘূর্ণিপাকে তরতরিয়ে এগোবে ছবির গল্প। এই ছবিতে চাঁদের হাট বসেছে। কে নেই ছবিতে? অর্পিতা চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, দেবলীনা কুমার, কৌশিক সেন, রিচা শর্মা, অনিন্দ্য চট্টোপাধ্যায়, বিদিপ্তা চক্রবর্তী এবং আরও অনেকে। প্রায় গোটা টলি-পরিবার। দার্জিলিঙ ছাড়াও উত্তরবঙ্গের আরও কয়েকটি জায়গায় শুটিং হয়েছে। অক্টোবরের শেষে শুরু হয়েছিল শুটিং। এক ঝাঁক তারকা, আউটডোর—হই হই করে শুটিং করেছে গোটা টিম। এখন সবাই ছবির মুক্তির অপেক্ষায়।