৪ কোটি ক্ষতিপূরণের দাবি, গুগলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ঐশ্বর্য-অভিষেকের

আদালতে জমা দেওয়া উক্ত মামলায় উদাহরণ হিসেবে বলা হয়েছে, একটি ভিডিয়োতে অভিষেক বচ্চনকে এক অভিনেত্রীকে চুম্বন করতে দেখা যাচ্ছে, অন্য একটিতে ঐশ্বর্য রাই বচ্চন ও সলমন খানকে একসঙ্গে ডিনারে বসে থাকতে দেখানো হয়েছে—যা সম্পূর্ণ কাল্পনিক ও বিভ্রান্তিকর।

৪ কোটি ক্ষতিপূরণের দাবি, গুগলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ঐশ্বর্য-অভিষেকের

| Edited By: জয়িতা চন্দ্র

Oct 02, 2025 | 2:29 PM

অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন আবারও পা বাড়ালেন আইনি পথে। তাঁদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এ.আই. (AI) দ্বারা বিভ্রান্তিকর ও মানহানিকর ডিপফেক ভিডিয়ো তৈরি করা হচ্ছে। তারই বিরুদ্ধে এই জুটি কড়া আইনি পদক্ষেপ করেছেন বলে খবর। রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, এই বলিউড দম্পতি ইউটিউব এবং তার মূল সংস্থা গুগলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এবং প্রায় ৪৫০,০০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করেছেন।

অভিযোগে বলা হয়েছে, ইউটিউবে এমন শত শত ভিডিয়ো রয়েছে, যেখানে AI ব্যবহার করে তাঁদের ছবি, মুখাবয়ব ও কণ্ঠস্বরকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এসব ভিডিয়োতে ‘যৌন উস্কানিমূলক’ এবং ‘সম্পূর্ণ কাল্পনিক’ দৃশ্য দেখানো হয়েছে, যা শুধু তাঁদের ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ণ করছে না, বরং গোপনীয়তা রক্ষার অধিকারকেও লঙ্ঘন করছে।

আদালতে জমা দেওয়া উক্ত মামলায় উদাহরণ হিসেবে বলা হয়েছে, একটি ভিডিয়োতে অভিষেক বচ্চনকে এক অভিনেত্রীকে চুম্বন করতে দেখা যাচ্ছে, অন্য একটিতে ঐশ্বর্য রাই বচ্চন ও সলমন খানকে একসঙ্গে ডিনারে বসে থাকতে দেখানো হয়েছে—যা সম্পূর্ণ কাল্পনিক ও বিভ্রান্তিকর।

অভিষেক ও ঐশ্বর্য তাঁদের পিটিশনে জানিয়েছেন, যদি এই ধরনের বিভ্রান্তিকর কনটেন্ট AI মডেলকে প্রশিক্ষিত করতে ব্যবহার করা হয়, তবে তা ভবিষ্যতে আরও ক্ষতিকর তথ্য ছড়াতে পারে। দিল্লি হাইকোর্ট এই মামলার প্রেক্ষিতে গুগলের আইনজীবীকে আগামী ১৫ জানুয়ারি, পরবর্তী শুনানির আগে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। যদিও এই প্রসঙ্গে এখনও ইউটিউব বা গুগলের তরফ থেকে কোনও জবাব দেওয়া হয়নি।