১৩ বছর পর ‘প্রিয়’র কাছে ফিরতে ব্যাকুল হয়ে উঠছেন অভিষেক

শুভঙ্কর চক্রবর্তী |

Mar 27, 2021 | 2:00 PM

এত বছর পর আবার দেখা দুজনের! কী করবেন তাঁরা একসঙ্গে?

১৩ বছর পর ‘প্রিয়’র কাছে ফিরতে ব্যাকুল হয়ে উঠছেন অভিষেক
অভিষেক

Follow Us

মালয়ালম ক্ল্যাসিক ফিল্ম ‘আয়াপ্পানাম কোশিয়াম’ হিন্দি রিমেকে ১৩ বছর পর আবার জুটি বাঁধছেন জন আব্রাহাম এবং অভিষেক বচ্চন। তরুণ মানসুখানি পরিচালিত ‘দোস্তানা’ রিলিজের ১৩ বছর পর আবার স্ক্রিনে ফিরতে চলেছেন জন-অভিষেক। সূত্রের খবর ছিল, ‘আইয়াপ্পানাম কোশিয়াম’-এর হিন্দি রিমেকের দায়িত্ব নিতে চলেছেন ‘মিশন মঙ্গল’ খ্যাত পরিচালক জগন শক্তি। আপাতত স্ক্রিপ্ট এবং প্রি-পোডাকশনের কাজ শেষ করে ফেলেছেন তিনি। জুলাই মাসে শুরু হবে ছবির শুটিং।

 

 

আরও পড়ুন ‘তুফান’-এর আগে চোখ কপালে তুলে দেওয়ার মতো প্রস্তুতি ফারহানের

 

 

তবে খবরে যে সঠিক তার শীলমোহর দিলেন খোদ জুনিয়র বচ্চন। অভিষেক বললেন, “গত মাসে আমি আগ্রায় ‘দশভি’র শুটিং শুরু করেছি, যা এপ্রিল মাসের শেষের দিকে শেষ হবে। আমি এটি শেষ করেই ‘ব্রিদ’-এর পরের সিজনের শুটিং শুরু করব। সেটা শেষ করার সঙ্গে সঙ্গে আমি আমার জিগরি (প্রিয়র) কাছে ফিরে যাব। ছবি করব। ১৩ বছর পর আমাদের রিইউনিয়ন হবে।”

 

 

সূত্রের আরও খবর, ‘আব্রাহাম, মালায়লি ছবির বিজু মেননের চরিত্র অভিনয় করছেন, অন্যদিকে অভিষেককে পৃথ্বিরাজের চরিত্রে দেখা যাবে। ছবির ভাষায় পরিবর্তনের কারণে গল্প বলার স্টাইল কিছুটা বদলেছে, তবে বাকিটা এক রয়েছে। জন এবং অভিষেককে একসঙ্গে নিয়ে আসাটাই পারফেক্ট আইডিয়া ছিল। ‘দোস্তানা’য় দুজনকে যেভাবে দেখা গিয়েছে তার বৈপরীত্য সামনে আনতে দু’জনে কাস্ট করা হয়েছে।’

Next Article