‘আমার সব কাজকেই আমি ঘেন্না করি’, এ কী বলে বসেন অভিষেক…
Abhishek Shocking News: বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা টেনে এক মহিলা প্রকাশ্যে তাঁকে চড় মারতেও দ্বিধা বোধ করেননি। ২৪ বছরের কেরিয়ার তাঁর। ৫০-এর বেশি ছবি রয়েছে তাঁর ঝুলিতে। সেই অভিনেতার মুখেই এ কেমন কথা?
অভিষেক বচ্চন। বলিউডের অন্যতম স্টারকিড। যাঁকে নিয়ে নিত্য চর্চা তুঙ্গে। কেরিয়ারের শুরু থেকেই তাঁকে নিয়ে ভক্তমনে চাহিদা বিস্তর। কারণ তিনি অমিতাভ বচ্চনের পুত্র। একের পর এক ছবি করেছেন, পাশাপাশি তুলনাতেও পড়তে হয়েছে তাঁকে। কখনও সম্পর্ক, কখনও অভিনয়, রীতিমত তর্জার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন তিনি বারবার। বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা টেনে এক মহিলা প্রকাশ্যে তাঁকে চড় মারতেও দ্বিধা বোধ করেননি। ২৪ বছরের কেরিয়ার তাঁর। ৫০-এর বেশি ছবি রয়েছে তাঁর ঝুলিতে। সেই অভিনেতার মুখেই এ কেমন কথা?
৪৮ তম জন্মদিনে এসে ফিরে দেখা অভিষেকের সেই সাক্ষাৎকার। যেখানে PTI-কে তিনি বলেছিলেন, ”আমি আমার সব কাজকে ঘেন্না করছি। আশা করব আমার সেগুলো ভালও লাগবে না। আমি বিশ্বাস করি, যেদিন তুমি তোমার কাজকে পছন্দ করতে শুরু করে দেবে…। আমি নিজের কাজের সমালোচনা করি। আমি সব সময় কিছু একটা খোঁজার চেষ্টা করি, যেখানে আমার উন্নতি করার জায়গা রয়েছে। আমরা সব সময় চাই আগের কাজের থেকে আরও একটু ভাল কিছু করা। তাই আমি আমার কাজের খুব একটা ভক্ত নই।”
প্রসঙ্গত, অভিষেক বচ্চন একটা সময়ের পর রীতিমত ফ্লপের পর ফ্লপ ছবি দর্শকদের দিয়েছিলেন। যার ফলে সিনেপাড়া থেকে কিছুটা সময়ের জন্য সরে দাঁড়িয়ে ছিলেন তিনি। তবে আবারও তাঁর কামব্যাক হয় ওটিটি যুগে। একের পর এক ভাল ছবি থেকে সিরিজ দর্শকদের উপহার দিয়ে চলেছেন তিনি। এখন দেখার কেরিয়ারের এই পর্যায় দাঁড়িয়ে তিনি অন্যান্য সমসাময়িক স্টারদের মতো ঘুরে দাঁড়াতে পারেন, নাকি ভিড়ের মাঝে আবারও তিনি হারিয়ে যাবেন। যদিও তিনি যে এখন সিনেপাড়াতে মাটি কামড়ে পড়ে রয়েছেন, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।