AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পাকিস্তানি দর্শক কোন খুঁত ধরলেন ‘ধুরন্ধর’ ছবির?

করাচি থেকে আসা এক পাকিস্তানি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলিউড ছবি ‘ধুরন্ধর’ নিয়ে একটি রিভিউ দিয়েছেন। ছবিটির পটভূমি তাঁর নিজ শহর করাচি, এবং এতে করাচির লিয়ারি টাউনের গ্যাংগুলোর গল্প তুলে ধরা হয়েছে। রিভিউতে ওই অজ্ঞাতপরিচয় দর্শক ছবিটির নির্দেশনা ও সিনেমাটোগ্রাফির প্রশংসা করলেও, বাস্তব জীবনের গ্যাংস্টার রেহমান ডাকাইতকে যেভাবে মহিমান্বিত করা হয়েছে, তা তাঁকে অস্বস্তিতে ফেলেছে বলে জানান।

পাকিস্তানি দর্শক কোন খুঁত ধরলেন 'ধুরন্ধর' ছবির?
| Edited By: | Updated on: Dec 23, 2025 | 2:31 PM
Share

করাচি থেকে আসা এক পাকিস্তানি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলিউড ছবি ‘ধুরন্ধর’ নিয়ে একটি রিভিউ দিয়েছেন। ছবিটির পটভূমি তাঁর নিজ শহর করাচি, এবং এতে করাচির লিয়ারি টাউনের গ্যাংগুলোর গল্প তুলে ধরা হয়েছে। রিভিউতে ওই অজ্ঞাতপরিচয় দর্শক ছবিটির নির্দেশনা ও সিনেমাটোগ্রাফির প্রশংসা করলেও, বাস্তব জীবনের গ্যাংস্টার রেহমান ডাকাইতকে যেভাবে মহিমান্বিত করা হয়েছে, তা তাঁকে অস্বস্তিতে ফেলেছে বলে জানান।

শুরুতেই তিনি ছবিটির প্রশংসা করে লেখেন, “প্রথমেই বলি, আমার ছবিটা ভালো লেগেছে। সিনেমাটোগ্রাফি দারুণ ছিল, নির্দেশনাও চমৎকার। মোটের ওপর ভালোভাবে দেখা যায় এমন একটি ছবি।” তবে এরপরই তিনি তাঁর আপত্তির জায়গাটি তুলে ধরেন। তিনি লেখেন, “তবে একটা বিষয় আমাকে একটু বিরক্ত করেছে—রেহমান ডাকাইতকে যেভাবে কিছুটা মহিমান্বিত করে দেখানো হয়েছে। বুঝতে পারছি এটা ফিকশন, কিন্তু তবুও, ছোটবেলা থেকে এই ঠান্ডা মাথার অপরাধীর গল্প শুনে বড় হওয়া একজন মানুষের পক্ষে তাকে পুরোপুরি কাল্পনিক চরিত্র হিসেবে দেখা কঠিন।”

হিন্দি সিনেমায় দাউদ ইব্রাহিমের চরিত্রায়ণের সঙ্গে তুলনা টেনে তিনি আরও লেখেন, “হয়তো নামটা বদলালে ভালো হতো। যেমন ধরুন, কেউ যদি দাউদ ইব্রাহিমকে নিয়ে সিনেমা বানায় আর তার চরিত্রকে মহিমান্বিত করে দেখায়, তা হলে আপনার কেমন লাগবে?”তবে তিনি এটাও যোগ করেন যে, কিছু খুঁটিনাটি ভুল থাকলেও ছবিটি মোটের ওপর ভালো। তাঁর মতে, “ছবিতে একটি বিষয় বাদ পড়েছে—চৌধুরী আসলাম মারাত্মক বন্দুকযুদ্ধের সময়ও বুলেটপ্রুফ জ্যাকেট না পরার জন্য বিখ্যাত ছিলেন।”

‘ধুরন্ধর’ ছবিতে রণবীর সিং অভিনয় করেছেন পাকিস্তানে কর্মরত এক ভারতীয় অপারেটিভের ভূমিকায়, যিনি রেহমান ডাকাইতের (অক্ষয় খান্না) গ্যাংয়ে অনুপ্রবেশ করেন। ছবিটি কল্পনার সঙ্গে বাস্তবকে মিশিয়ে তৈরি করা হয়েছে এবং এতে বাস্তব জীবনের চরিত্রদেরও দেখানো হয়েছে। বিভিন্ন জায়গায় সমালোচনার মুখে পড়লেও, প্রেক্ষাগৃহে ছবিটি দারুণ সাফল্য পেয়েছে এবং বিশ্বজুড়ে এর আয় ৮৭২ কোটি টাকার বেশি। ২০২৫-এ ব্যবসার নিরিখে বলিউডে এক নম্বর ছবি হতে চলেছে এটি।