Patanjali Medicine: ওষুধের খরচ কি আকাশছোঁয়া? পতঞ্জলির ওষুধে মিলবে সুরাহা!
Ayurvedic Medicine: বিশেষজ্ঞরা বলছেন, অ্যালোপ্যাথি অনেক সময় শুধু রোগের উপসর্গ কমায়। কিন্তু আয়ুর্বেদ কাজ করে শরীরের ভারসাম্য ফেরাতে। এতে খরচও যেমন কম, তেমনই পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ও কম থাকে। আপনার বাজেট আর শরীর—দুটোকেই ‘ফিট’ রাখতে সাহায্য করতে পারে এই দেশি দাওয়াই।

অ্যালোপ্যাথি ওষুধের দাম যে ভাবে বাড়ছে তাতে তাল মেলাতে গিয়ে নাজেহাল হয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। চিকিৎসার খরচ সামলাতে গিয়ে অনেকেরই পকেট খালি হচ্ছে। এই সমস্যার কি কোনও সহজ সমাধান আছে? আর এখানেই একটা সমাধান সূত্র তৈরি করছে পতঞ্জলি। সহজ ভাষায় বললে, পতঞ্জলির আয়ুর্বেদ এখন অনেকের কাছেই একটা সাশ্রয়ী বিকল্প।
কেন আয়ুর্বেদ? বিশেষজ্ঞরা বলছেন, অ্যালোপ্যাথি অনেক সময় শুধু রোগের উপসর্গ কমায়। কিন্তু আয়ুর্বেদ কাজ করে শরীরের ভারসাম্য ফেরাতে। এতে খরচও যেমন কম, তেমনই পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ও কম থাকে। আপনার বাজেট আর শরীর—দুটোকেই ‘ফিট’ রাখতে সাহায্য করতে পারে এই দেশি দাওয়াই।
ডাক্তারের পরামর্শ কোথায় পাবেন? কোনও ওষুধই নিজে থেকে কিনবেন না। পতঞ্জলি স্টোরে আপনি সরাসরি অনলাইন ‘ডক্টর বৈদ্য’ বা বিশেষজ্ঞদের পরামর্শও নিতে পারবেন। আপনার সমস্যা জানান, তারপর তাদের প্রেসক্রিপশন মেনে ওষুধ শুরু করুন।
অনলাইনে অর্ডার করবেন কীভাবে? বাড়িতে বসে ওষুধ পেতে চাইলে খুব সহজেই তা পেতে পারেন আপনি। পতঞ্জলির অফিশিয়াল ওয়েবসাইটে (patanjaliayurved.net) যান। তারপর হোমপেজের ঠিক উপরে থাকা ‘Medicine’ অপশনে ক্লিক করুন। আর সব শেষে, আপনার প্রয়োজনীয় ওষুধ বেছে নিয়ে অর্ডার করুন।
বিকল্প চিকিৎসা পদ্ধতি বেছে নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। তবে আকাশছোঁয়া ওষুধের বাজারে পতঞ্জলির এই মডেল সাধারণ মানুষের সাশ্রয়ে বিরাট ভূমিকা নিতে পারে।
