ঐশ্বর্যর সঙ্গে অভিষেকের চুক্তির বিয়ে? এবার মুখ খুললেন অভিষেক

এবারের কান চলচ্চিত্র উত্‍সবের রেড কার্পেটে সিঁদুর পরে পৌঁছে গিয়েছিলেন ঐশ্বর্য। তিনি সেভাবেই বুঝিয়ে দিয়েছেন, বিয়ে ভাঙা দূরের ব্যাপার, বচ্চন পরিবারের সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হচ্ছে না। সম্প্রতি নতুন একটা কাজের প্রচারে কিছু সাক্ষাত্‍কার দিয়েছেন অভিষেক বচ্চন। সেখানেও উঠে এসেছে এই প্রসঙ্গ।

ঐশ্বর্যর সঙ্গে অভিষেকের চুক্তির বিয়ে? এবার মুখ খুললেন অভিষেক

| Edited By: Bhaswati Ghosh

Jun 30, 2025 | 3:02 PM

অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চনের বিয়ে ভাঙবে কি? এমন প্রশ্ন ঘুরছে গত কয়েক বছর ধরেই। আগেও অভিষেক বচ্চন খোলসা করেছেন যে এমন কিছু হচ্ছে না। তবে বচ্চন পরিবারের কিছু জিনিস অনেক সময় এমনভাবে বাইরে চলে আসে যে দূরত্বের চিত্র স্পষ্ট হয়। যেমন বিয়েবাড়িতে পুরো বচ্চন পরিবার এক সঙ্গে এলো। আর ঐশ্বর্য এলেন তাঁর মেয়েকে সঙ্গে নিয়ে।

তবে এবারের কান চলচ্চিত্র উত্‍সবের রেড কার্পেটে সিঁদুর পরে পৌঁছে গিয়েছিলেন ঐশ্বর্য। তিনি সেভাবেই বুঝিয়ে দিয়েছেন, বিয়ে ভাঙা দূরের ব্যাপার, বচ্চন পরিবারের সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হচ্ছে না। সম্প্রতি নতুন একটা কাজের প্রচারে কিছু সাক্ষাত্‍কার দিয়েছেন অভিষেক বচ্চন। সেখানেও উঠে এসেছে এই প্রসঙ্গ।

বিয়ে ঘিরে এত রকম জল্পনা নিয়ে অভিষেকের কী প্রতিক্রিয়া? নায়ক উত্তর দিলেন, ”একটা সময় এগুলো নিয়ে যেসব কথা হতো, সেটা নিয়ে ভাবতাম না। তবে এখন খারাপ লাগে, কারণ আমারও একটা পরিবার আছে।” অভিষেক কেন বিচ্ছেদ-জল্পনায় জল ঢালার জন্য কোনও বিবৃতি দেন না? নায়কের উত্তর, ”আমি যাই বলি, কোনও সমাধান হবে না। লোকে তথ্য বিকৃত করার জন্য প্রস্তুত। কারণ নেগেটিভ খবর বিক্রি হয়। তাই এখন ভাবি, আমার জীবনটা নিজের। অপরিচিত ব্যক্তিদের কাছে জবাবদিহি করার দায় আমার নেই।”

অভিষেকের উত্তর থেকেই স্পষ্ট, এরচেয়ে বেশি কিছু বিয়ে বা বিচ্ছেদ নিয়ে বলতে চান না তারকা। তবে বচ্চন পরিবার থেকে এখন বিয়ে ভাঙার কোনও খবর আসবে না, সেটা বলছেন পরিবারের ঘনিষ্ঠরা।