বিয়ের পিঁড়িতে অভিষেক-শার্লি, অভিষেকের প্রাক্তন কারা?

২০২০ সালের ডিসেম্বর মাসে তাঁদের প্রেম প্রকাশ্যে আনেন দিয়া মুখোপাধ্যায় আর অভিষেক। জনপ্রিয় ধারাবাহিক ‘সীমারেখা’-র সেটে অভিনেতা-অভিনেত্রীর দেখা হয়েছিল। সেখান থেকে বন্ধুত্ব গাঢ় হয়। পরবর্তী কালে যা প্রেমে পরিণত হয়। তবে প্রেম প্রকাশ্যে আনলেও বেশি দিন টেকেনি এই প্রেম।

বিয়ের পিঁড়িতে অভিষেক-শার্লি, অভিষেকের প্রাক্তন কারা?

| Edited By: Bhaswati Ghosh

May 03, 2025 | 7:15 AM

‘ফুলকি’ ধারাবাহিকের  নায়ক অভিষেক বসু আর খলনায়িকা শার্লি মোদক এবার বিয়ে করছেন। সম্প্রতি তাঁদের আইবুড়ো ভাতের অনুষ্ঠান হলো। ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস সোশ্যাল মিডিয়াতে এই তথ্য সামনে আনলেন। মঙ্গলবার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, অভিষেক-শার্লির ঘনিষ্ঠ ব্যক্তিরা। লক্ষণীয়, টলিপাড়ার নায়িকাদের কেউ-কেউ এর আগে অভিষেকের প্রেমে পড়েছেন।

২০২০ সালের ডিসেম্বর মাসে তাঁদের প্রেম প্রকাশ্যে আনেন দিয়া মুখোপাধ্যায় আর অভিষেক। জনপ্রিয় ধারাবাহিক ‘সীমারেখা’-র সেটে অভিনেতা-অভিনেত্রীর দেখা হয়েছিল। সেখান থেকে বন্ধুত্ব গাঢ় হয়। পরবর্তী কালে যা প্রেমে পরিণত হয়। তবে প্রেম প্রকাশ্যে আনলেও বেশি দিন টেকেনি এই সম্পর্ক । তারপর থেকেই অভিষেক নিজের প্রেমের কথা প্রকাশ্যে আনার ব্যাপারে সতর্ক ছিলেন। শার্লি মোদকের সঙ্গে প্রেমের খবর যখন ছড়িয়ে পড়ে, তখন সেটাকে ভালো বন্ধুত্বের তকমা দিয়েছেন অভিষেক। সাতপাক সম্পূর্ণ করে প্রেম প্রকাশ্যে আনার পথে হাঁটছেন তিনি, বোঝা গেল। এরপর অভিষেকের প্রেম হয় সুরভী মল্লিকের সঙ্গে। সুরভীর সঙ্গে বিয়ে করবেন, এমনটা নাকি ঠিক করেছিলেন অভিষেক। তবে সেই সম্পর্কে ভাঙন আসে। পরপর প্রেম ভাঙার পর শার্লির প্রেমে যে শান্তি খুঁজে পেয়েছেন নায়ক, সেটা আঁচ করা যায়। ইউনিটের এক সদস্য জানালেন, মঙ্গলবার শুটিংয়ের পর সকলে মিলে বিয়েতে পৌঁছে যাওয়ার প্ল্যান রয়েছে। এবারও শুটিং ফ্লোরেই প্রেম হয়েছে অভিষেক আর শার্লির। TV9 বাংলাকে একসঙ্গে সাক্ষাত্‍কার দিয়েছিলেন তাঁরা। তাঁদের সম্পর্ক কতটা গভীর তা জানিয়েছিলেন। তবে দু’জনে প্রেম করছেন, সে কথা নিজেদের মুখে বলেননি। এবার সিঁদুর-সাতপাকে সবটাই স্পষ্ট হয়ে যাবে।