
বিয়ের পর মেয়েদের নাকে সিঁদুর পড়লে বলা হয়, বর খুব ভালোবাসে। বিয়ের সাজে অনুষ্ঠান সেরে নবদম্পতি যখন ক্যামেরার সামনে এলেন, তখন দেখা গেল, অভিষেকের গালে সিঁদুর লেগে আছে। মিডিয়ার সামনেই একে-অপরকে চুমু খেলেন বর-বউ। পরিবারের লোকজন আর ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে প্রিন্স আনোয়ার শাহ রোডের এক ক্লাবে বসেছিল বিয়ের আসর। পোলাও, মাংস, মাছ, মিষ্টি খেয়ে এদিন টলিপাড়ার কিছু মুখ বেজায় আনন্দ করলেন। বিয়ের বাঙালি সাজে সাজেননি কেউ। শার্লি পরেছিলেন লেহেঙ্গা। সকালে বিয়ের কিছু অনুষ্ঠান ছিল। তার সঙ্গে বিয়ের বিশেষ ফটোশ্যুট করেছেন তাঁরা। এই বিএ উলটপুরাণ! অভিনেতা অভিষেক বসু আর শার্লি মোদকের বিয়ে ছিল ২৯ এপ্রিল। য়েতে ‘লেস ইজ মোর’ তত্ত্বে বিশ্বাস রেখেছেন অভিষেক-শার্লি সেটা আঁচ করা যায়। বাংলা ধারাবাহিকের শুটিং ফ্লোরে এর আগে অনেক প্রেম হয়েছে। কিছু প্রেমের পরিণতি হয়েছে বিয়েতে। আবার কিছু প্রেম ভেঙে গিয়েছে। অভিষেকের এর আগে প্রেম হয়েছিল অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায় আর সুরভী মল্লিকের সঙ্গে। সেই সম্পর্কের কথা অভিষেক ঘোষণা করলেও প্রেম ভেঙে যায়। এবার শার্লির সঙ্গে তাঁর প্রেমের শুরু শুটিং ফ্লোর থেকে। একসঙ্গে জিম করতেন অভিষেক-শার্লি। ইনস্টাগ্রামে জিম-সেলফি ভাগ করে নিয়েছিলেন। অভিষেক-শার্লি নিজেদের বরাবর ভালো বন্ধু বলে পরিচয় দিতেন। প্রেমের কথা তাঁরা ঘোষণা করলেন সাতপাক ঘুরে। অতীতের অভিজ্ঞতার কারণে এবার সতর্ক ছিলেন নায়ক, সেটা আঁচ করা যায়। ধারাবাহিকের শুটিং থেকে অল্প বিরতি নিয়েছেন নায়ক। তাঁর চরিত্রটি দিল্লি যাচ্ছে, এমনই দেখানো হলো। লক্ষণীয়, ‘ফুলকি’ ধারাবাহিকেই খলনায়িকার চরিত্র করেন শার্লি।