Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফেলে আসা সময়ের দিকে পিছু ফিরলেন আবির, মনে পড়ল…

‘নিউ নর্ম্যাল’-এ অভ্যস্ত হতে সময় লেগেছিল মানুষের। সময় নিয়েছিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়ও। তবে আজ এক ফেসবুক পোস্টে নিজের ফেলে আসা সময়ে ফিরে গেলেন আবির।

ফেলে আসা সময়ের দিকে পিছু ফিরলেন আবির, মনে পড়ল...
আবির চট্টোপাধ্যায়।
Follow Us:
| Updated on: Mar 26, 2021 | 4:09 PM

২৩ মার্চ ২০২০। ভারতবাসীর দিনলিপি বদলে গেল এই দিনের পর। তাঁরা নতুন এক শব্দের সঙ্গে পরিচিত হল। ‘লকডাউন’। সারা দেশ জুড়ে লকডাউন। বাড়ির বাইরে পা দেওয়া ছিল মৃত্যুর পরোয়ানা। মানুষ এক নতুন অভ্যেসের মধ্যে ঢুকে গেল মাস্ক, স্যানিটাইজার, দুরত্ববিধি। তবে, ২৩শে মার্চের আগে সব কিছু ছিল স্বাভাবিক, নর্ম্যাল। আর সেই তারিখের পর সেই স্বাভাবিক্তব চুকে গিয়ে হল নিউ নর্ম্যাল।

 

আরও পড়ুন ‘তোমার গন্ধ মিস করি’, মায়ের মৃত্যুবার্ষিকীতে অর্জুনের পোস্ট

 

‘নিউ নর্ম্যাল’-এ অভ্যস্ত হতে সময় লেগেছিল মানুষের। সময় নিয়েছিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়ও। তবে আজ এক ফেসবুক পোস্টে নিজের ফেলে আসা সময়ে ফিরে গেলেন আবির।

ছবিতে সাইড প্রোফাইলে দেখা যাচ্ছে ‘সোনাদা’-কে। পরনে ব্লু ব্লেজার, ভিতরে সাদা শার্ট, ব্লু ডেনিম জিনস। আর আবিরের ঠিক পিছনে দেওয়ালে টানানো এক গোল ঘড়ি। ক্যাপশনে আবির লেখেন, ‘ফেলে আসা সময়ের দিকে তাকাচ্ছি…যখন নিউ নর্ম্যাল নর্ম্যাল ছিল না’

 

 

কিছুদিন আগে আয়নার সামনে দাঁড়িয়ে একটি সেলফি তোলেন আবির। পরনে নীল পাঞ্জাবি-সাদা পায়জামা। পায়ে চামড়ার জুতো। ক্যাপশনে লিখলেন, ‘চলতি ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি..মিরর সেলফি তোলার দক্ষতা আয়ত্ব করার চেষ্টায় আছি। আমায় জানাবেন কতটা ভাল হল..’ ফেসবুকে ছবি পোস্ট হতে না হতেই একের পর এক কমেন্টে ছেয়ে গেল বক্স। কেউ লিখলেন, ‘স্মাইল ইজ মিসিং’ তো কেউ লিখলেন, ‘সুপারকিউট’, আবার তো কেউ  প্রেমের প্রস্তাবও দিয়ে ফেললেন কমেন্টে, লিখলেন ‘হে আবির তোমাকে প্রচুর ভাল্লাগে। মনে হয় প্রেমে পরেছি। প্রেম করবে আমার সাথে।’ সবার কমেন্টের রিপ্লাই দেননি আবির, তবে একজনের কমেন্টর উত্তর দিয়েছেন ‘সোনাদা’। একজন লিখেছেন, ‘এ কি রে! এমন স্বামী গম্ভীরানন্দ কেন রে?’ তার রিপ্লাইয়ে আবির লেখেন, ‘অ্যাটিটিউড’!