Ghorer Bioscope Awards 2025: ঘরের বায়োস্কোপে সেরা অভিনেতা আবির চট্টোপাধ্যায়, কোন ছবির জন্য পেলেন এই পুরস্কার?

এবার সেরা সিনেমার অভিনেতা বিভাগে TV9 বাংলা ঘরের বায়োস্কোপে মনোনয়ন পেয়েছিল সেরা পাঁচ। তৃতীয় বর্ষের TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৫’। এবারও রাজকীয়ভাবে সেলিব্রেট করা হচ্ছে বাংলার টেলিদুনিয়ার নক্ষত্রদের অবদান। তাঁদের বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই প্রয়াস।

Ghorer Bioscope Awards 2025: ঘরের বায়োস্কোপে সেরা অভিনেতা আবির চট্টোপাধ্যায়, কোন ছবির জন্য পেলেন এই পুরস্কার?

| Edited By: আকাশ মিশ্র

Dec 14, 2025 | 8:03 PM

গত কয়েকবছরে সিনেমা হলের পরে ওটিটি মুক্তি পেয়েও নজর কেড়েছে বাংলা ছবি। প্রতিটা অভিনেতাই নিজের সেরাটা দিয়ে দর্শকদের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন। এবার সেরা সিনেমার অভিনেতা বিভাগে TV9 বাংলা ঘরের বায়োস্কোপে মনোনয়ন পেয়েছিল সেরা পাঁচ। তৃতীয় বর্ষের TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৫’। এবারও রাজকীয়ভাবে সেলিব্রেট করা হচ্ছে বাংলার টেলিদুনিয়ার নক্ষত্রদের অবদান। তাঁদের বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই প্রয়াস। আর সেই উপলক্ষ্যেই চাঁদের হাট বসল কলকাতার এক পাঁচতারা হোটেলে।

এবার ঘরের বায়োস্কোপের বিচারক ছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়, তন্ময় বসু, অলকানন্দা রায়, ইমন চক্রবর্তী, মমতা শঙ্কর, অনিরুদ্ধ রায় চৌধুরী, জুন মালিয়া। তাঁদের এবং দর্শকদের জনপ্রিয়তার নিরিখেই সেরা কনটেন্ট ক্রিয়েটর হলেন নিরঞ্জন মণ্ডল। তাঁরাই বেছে নিলেন সেরা সিনেমার অভিনেতা। এবারের ঘরের বায়োস্কোপে সেরা অভিনেতার পুরস্কার পেলেন টলিউডের হ্যান্ডসাম নায়ক আবির চট্টোপাধ্যায়। ‘শ্রীস্বপনকুমারের বাদামী হায়নার কবলে’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন আবির।

মনোনয়নের তালিকা ছিলেন অনিন্দ্য সেনগুপ্ত (অতি উত্তম ), পরাণ বন্দ্যোপাধ্যায় (কীর্তন),  দেব (প্রধান), ঋত্বিক চক্রবর্তী (ভূতপরী)।  খুব শীঘ্রই টিভি নাইন বাংলার পর্দাতেও দেখানো হবে ঘরের বায়োস্কোপ। নজর থাকুক TV9 বাংলায়।