‘জগদ্ধাত্রী’ আবার টিআরপি-র শীর্ষে! প্রথম পাঁচে কারা?

দ্বিতীয় স্থানে আছে 'পরিণীতা'। ৬.৯ পেয়ে এটা প্রথম স্থান ধরে রাখতে পারল না। সম্প্রতি ১৩বার বেঙ্গল টপার হয়েছে এই ধারাবাহিক। ৬.৯ পেয়ে 'ফুলকি'-ও রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে 'পরশুরাম'। 'পরিণীতা’-কে কড়া টক্কর দিচ্ছে নতুন ধারাবাহিক ‘পরশুরাম’। এই সপ্তাহে ৫.৯ পেয়েছে সেটি। চার নম্বর জায়গায় রয়েছে ‘রাঙামতি তিরন্দাজ’। ৫.৮ রেটিং সেই ধারাবাহিকের। প্রথম পাঁচে এবার আছে 'গীতা এলএলবি'। ৫.৬ রেটিং সেই ধারাবাহিকের।

জগদ্ধাত্রী আবার টিআরপি-র শীর্ষে! প্রথম পাঁচে কারা?

| Edited By: Bhaswati Ghosh

Apr 24, 2025 | 12:44 PM

বার্ক রেটিংয়ে নির্দিষ্ট গ্রুপে ‘জগদ্ধাত্রী’ ৭.৫ পেল। বেঙ্গল টপার হলো এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানে আছে ‘পরিণীতা’। ৬.৯ পেয়ে এটা প্রথম স্থান ধরে রাখতে পারল না। সম্প্রতি ১৩বার বেঙ্গল টপার হয়েছে এই ধারাবাহিক। ৬.৯ পেয়ে ‘ফুলকি’-ও রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে ‘পরশুরাম’। ‘পরিণীতা’-কে কড়া টক্কর দিচ্ছে নতুন ধারাবাহিক ‘পরশুরাম’। এই সপ্তাহে ৫.৯ পেয়েছে সেটি। চার নম্বর জায়গায় রয়েছে ‘রাঙামতি তিরন্দাজ’। ৫.৮ রেটিং সেই ধারাবাহিকের। প্রথম পাঁচে এবার আছে ‘গীতা এলএলবি’। ৫.৬ রেটিং সেই ধারাবাহিকের। ‘চিরদিনই তুমি যে আমার’ অল্পের জন্য পিছিয়ে গেল। ০.২ রেটিং কম পেয়ে এবার স্লট লিডার হতে পারল না জীতু কমল, দিতিপ্রিয়া রায় অভিনীত ধারাবাহিকটা। ‘কোন গোপনে মন ভেসেছে’, ‘চিরসখা’ থেকে ‘গৃহপ্রবেশ’, এসব ধারাবাহিকের রেটিং এই সপ্তাহে ৬ ছুঁতে পারেনি।

ব্লকবাস্টার ধারাবাহিক সেটাই যেটা বার্ক রেটিং অনুযায়ী নির্দিষ্ট গ্রুপে বেঙ্গল টপার হবে। ইদানীং তাক লাগিয়ে দিচ্ছিল ‘পরিণীতা’। ঈশানী চট্টোপাধ্যায় আর উদয় প্রতাপ সিং রয়েছেন ধারাবাহিকের নায়ক-নায়িকা হিসাবে। রাত আটটার সময়ে দেখানো হয় এই ধারাবাহিক। একই চ্যানেলে রাট আটটাতে দেখানো হতো আদৃত রায় আর সৌমিতৃষা কুণ্ডু অভিনীত ‘মিঠাই’। জানেন কি, কতবার সেটি বেঙ্গল টপার হয়েছে? শুনলে তাক লেগে যাওয়ার জোগাড়। ‘মিঠাই’ নাকি ৫৬ বারের বেঙ্গল টপার। ‘গীতা এলএলবি’ নাকি ৬ বার বেঙ্গল টপার হয়েছে। ‘কথা’ বেঙ্গল টপার হয়েছে ৯ বার। ‘গাঁটছড়া’ আর ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক ১৮ বার বেঙ্গল টপার হয়েছিল।