প্রয়াত ‘থ্রি ইডিয়টস’ ছবির কড়া অধ্যাপক অভিনেতা অচ্যুৎ পোটদার

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্য়ায় ভুগছিলেন অভিনেতা। আমির খান অভিনীত 'থ্রি ইডিয়টস' ছবির কড়া অধ্যাপকের চরিত্রে নজর করেছিলেন অচ্যুৎ।

প্রয়াত থ্রি ইডিয়টস ছবির কড়া অধ্যাপক অভিনেতা অচ্যুৎ পোটদার

| Edited By: আকাশ মিশ্র

Aug 19, 2025 | 1:03 PM

প্রয়াত বলিউড অভিনেতা অচ্যুৎ পোটদার। সোমবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন অভিনেতা। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্য়ায় ভুগছিলেন অভিনেতা। আমির খান অভিনীত ‘থ্রি ইডিয়টস’ ছবির কড়া অধ্যাপকের চরিত্রে নজর করেছিলেন অচ্যুৎ।

অচ্যুৎ প্রথম থেকেই অভিনেতা ছিলেন না। ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে ভারতীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এমনকী, বহু বছর কাজ করেছেন ইন্ডিয়ান অয়েল কোম্পানিতেও। তারপর আটের দশকে সিনেমায় অভিনয় শুরু করেন।

শুধু থ্রি ইডিয়টস ছবিই নয়, অভিনয় করেছেন ‘আক্রোশ’, ‘তেজাব’, ‘পরিন্দা’, ‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘দিলওয়ালে’ থেকে ‘দাবাং ২’, ‘লগে রহো মুন্নাভাই’, ‘পরিণীতা’র মতো জনপ্রিয় ছবিতেও। বলিউড ছাড়়াও অভিনয় করেছেন বেশ কিছু মারাঠি ছবিতেও। তাঁর ঝুলিতে রয়েছে প্রায় ১২৫ টি ছবি। অভিনেতার মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ বলিউড।